শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৮ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
বাহাদুর শাহ পার্ক

আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

চতুর্থ অধ্যায়

৯। ভিক্টোরিয়া পার্কের অন্য নাম-

(ক) রমনা পার্ক

(খ) আন্টঘর ময়দান

(গ) কার্জন হল

(ঘ) পল্টন ময়দান

সঠিক উত্তর : (খ) আন্টঘর ময়দান

১০। ময়মনসিংহ জাদুঘর সম্পর্কে যথার্থ-

(র) ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ

(রর) প্রত্ন নিদর্শন দেখতে পারি

(ররর) প্রত্নতত্ত্ব বিভাগ এটি পরিচালনা করে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

১১। সরদার বাড়িতে কয়টি কক্ষ আছে?

(ক) ৬০টি

(খ) ৭০টি

(গ) ৮০টি

(ঘ) ৯০টি

সঠিক উত্তর : (খ) ৭০টি

১২। মুক্তাগাছার জমিদারদের প্রত্নসম্পদগুলো

(র) নানা ধরনের অলংকার, পাথরের ফুলদানি, বাঘ ও হরিণের মাথা

(রর) ঢাল, তলোয়ার, পালঙ্ক, হাতির দাঁতের নানা কারুকাজ

(ররর) কম্পাস, ঘড়ি, হরিণের মাথা ও ইতালির মূর্তি

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

১৩। ঢাকা শহরের স্থাপত্য নিদর্শন হচ্ছে-

(র) কার্জন হল

(রর) বাহাদুর শাহ পার্ক

(ররর) সেন্ট টমাস এ্যাংলিকান গির্জা

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

১৪। 'প্রত্ন' শব্দের অর্থ কী?

(ক) নতুন

(খ) পুরাতন

(গ) আধুনিক

(ঘ) উন্নত

সঠিক উত্তর : (খ) পুরাতন

১৫। সিফাত প্রত্নসম্পদ সংরক্ষিত আছে এমন একটি স্থানে গিয়ে হরিণের মাথা দেখে বেশ অবাক হয়। তার দেখা স্থানটি হলো-

(ক) ময়মনসিংহ জাদুঘর

(খ) সোনারগাঁও জাদুঘর

(গ) রাজশাহী জাদুঘর

(ঘ) রংপুরের তাজকাটা প্রাসাদ

সঠিক উত্তর : (ক) ময়মনসিংহ জাদুঘর

১৬। ঔপনিবেশিক যুগের ধারণা পাওয়া সম্ভব-

(র) ঢাকা শহরের ধর্মীয় ইমারত দেখে

(রর) জাদুঘর ও সংগ্রহশালার প্রত্ন নিদর্শন দেখে

(ররর) ঢাকা শহরের লৌকিক ইমারত দেখে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রও ররর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

১৭। পানামনগরের চারপাশ দিয়ে পরিখা খনন করা হয়েছিল কেন?

(ক) যুদ্ধের জন্য

(খ) নিরাপত্তার জন্য

(গ) পানির জন্য

(ঘ) সৌন্দর্য বৃদ্ধির জন্য

সঠিক উত্তর : (খ) নিরাপত্তার জন্য

১৮ লোকশিল্প জাদুঘর এখন কোথায় স্থাপিত হয়েছে?

(ক) বড় সরদার বাড়িতে

(খ) ঢাকায়

(গ) মুক্তাগাছায়

ঘ) বালিয়াটিতে

সঠিক উত্তর : (ক) বড় সরদার বাড়িতে

১৯। ময়মনসিংহ জাদুঘরে বেশি প্রত্নসম্পদ রয়েছে-

(ক) তাজহাটের জমিদারের

(খ) মুক্তাগাছার জমিদারের

(গ) ঢাকার জমিদারের

(ঘ) বালহাটির জমিদারের

সঠিক উত্তর : (খ) মুক্তাগাছার জমিদারের

২০। প্রত্নসম্পদ বলতে বোঝায়-

(র) প্রাচীন আমলের মুদ্রা ও গহনা

(রর) পুরনো অট্টালিকা ও শিল্পকর্ম

(ররর) পুরনো মূল্যবান আসবাবপত্র ও ভাস্কর্য

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

২১। শিলাইদহ কোন জেলায় অবস্থিত?

(ক) পাবনা

(খ) দিনাজপুর

(গ) কুষ্টিয়া

(ঘ) নাটোর

সঠিক উত্তর : (গ) কুষ্টিয়া

২২। পামান নগরের স্থাপত্যগুলো কী দিয়ে সাজানো হয়েছিল?

(ক) মার্বেল পাথর দিয়ে

(খ) টেরাকোটা দিয়ে

(গ) রঙিন মোজাইক দিয়ে

(ঘ) টাইলস দিয়ে

সঠিক উত্তর : (গ) রঙিন মোজাইক দিয়ে

২৩। পানাম নগরের ইমারত কয়টি?

(ক) ২২টি

(খ) ৩২টি

(গ) ৪২টি

(ঘ) ৫২টি

সঠিক উত্তর : (ঘ) ৫২টি

২৪। ভারতবর্ষের শেষ মোঘল সম্রাট কে ছিলেন?

(ক) আকবর

(খ) জাহাঙ্গীর

(গ) শাহজাহান

(ঘ) বাহাদুর শাহ জাফর

সঠিক উত্তর : (ঘ) বাহাদুর শাহ জাফর

২৫। ঔপনিবেশিক যুগের প্রত্ন পরিচয় বহন করে কোনটি?

(ক) আহসান মঞ্জিল

(খ) জাতীয় সংসদ

(গ) সংস্কৃত কলেজ

(ঘ) শহীদ মিনার

সঠিক উত্তর : (ক) আহসান মঞ্জিল

২৬। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত?

(ক) পদ্মা

(খ) মেঘনা

(গ) যমুনা

(ঘ) বুড়িগঙ্গা

সঠিক উত্তর : (ঘ) বুড়িগঙ্গা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89119 and publish = 1 order by id desc limit 3' at line 1