logo
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ৩০ আষাঢ় ১৪২৬

  মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা   ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০  

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র
বাঙালি সংস্কৃতি
আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

আমি কিংবদন্তির কথা বলছি

আবু জাফর ওবায়দুলস্নাহ

নিচের কবিতা অংশটি পড়ে ১৫ ও ১৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও

আমি জন্মেছি বাংলায়, আমি বাংলার কথা বলি,

আমি বাংলার 'আল' পথ দিয়ে হাজার বছর চলি

চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে

তেরোশত নদী শুধায় আমাকে, 'কোথা থেকে তুমি এলে?

১৫. উদ্দীপকে 'বাংলার আল পথ'-এর সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো-

র. ইতিহাসমনস্কতা

রর. ঐতিহ্যপ্রিয়তা

ররর. সংগ্রামশীলতা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

১৬. উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে?

ক. সশস্ত্র সুন্দরের অনিবার্য অভু্যত্থান কবিতা

খ. সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা

গ. আমি কিংবদন্তির কথা বলছি

ঘ. যে কর্ষণ করে, শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে

সঠিক উত্তর : গ. আমি কিংবদন্তির কথা বলছি

১৭. 'কিংবদন্তি' শব্দের অর্থ কী?

ক. বিখ্যাত খ. সম্মানিত

গ. ধনাঢ্য ঘ. জনশ্রম্নতি

সঠিক উত্তর : ঘ. জনশ্রম্নতি

১৮. কারা ভীরু কাপুরুষের মতো পেছন থেকে আক্রমণ করেছে?

ক. মিত্ররা খ. শত্রম্নরা

গ. ভন্ডরা ঘ. শয়তানরা

সঠিক উত্তর : শত্রম্নরা

১৯. শত্রম্নরা কাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে ভীরু কাপুরুষের মতো?

ক. দুর্বলদের খ. অন্যজনের

গ. বন্দি ক্রীতদাসের ঘ. বৃদ্ধদের

সঠিক উত্তর : গ. বন্দি ক্রীতদাসের

২০. কিসে সবকিছু শুচি হয়ে যায়?

ক. জলে খ. বাতাসে

গ. তেলে ঘ. আগুনে

সঠিক উত্তর : ঘ. আগুনে

২১. সকল শক্তির উৎস কী?

ক. ভালোবাসা খ. শিক্ষা

গ. সূর্য ঘ. মমতা

সঠিক উত্তর : গ. সূর্য

২২. কার কাছে শুধু কবিতাই সত্য আর সত্যই শক্তি?

ক. বাজিকর খ. সাহিত্যিক

গ. দার্শনিক ঘ. কবি

সঠিক উত্তর : ঘ. কবি

২৩. কার রয়েছে সংস্কৃতির হাজার বছরের ইতিহাস?

ক. ফরাসির খ. তুর্কীর

গ. বাঙালির ঘ. জাপানির

সঠিক উত্তর : গ. বাঙালির

২৪. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কিসের আকাঙ্ক্ষার সোচ্চার হন?

ক. মানবমুক্তি খ. দারিদ্র্যমুক্তি

গ. অবক্ষয় মুক্তি ঘ. সামাজিক মুক্তি

সঠিক উত্তর : ক. মানবমুক্তি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে