শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
  ২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
সোনার বাংলা

আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

নুরুলদীনের কথা মনে পড়ে যায়

সৈয়দ শামসুল হক

১২. নূরলদীনের জেগে ওঠার আহ্বানে কাদের জেগে ওঠার কথা বলা হয়েছে?

ক. বাংলার সাধারণ মানুষের

খ. বাংলার উচ্চবিত্ত মানুষের

গ. বাংলার কৃষিজীবী মানুষের

ঘ. বাংলার শ্রমজীবী মানুষের

সঠিক উত্তর : ক. বাংলার সাধারণ মানুষের

১৩. বাংলা ১১৮৯ সাল ইংরেজি কত সাল?

ক. ১৭৯২ খ. ১৭৮২

গ. ১৭৮০ ঘ. ১৭৯০

সঠিক উত্তর : ক. ১৭৯২

১৪. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কোথায় শকুন নেমে আসে?

ক. বাংলায় খ. বাংলাদেশে

গ. সোনার বাংলায় ঘ. রংপুরে

সঠিক উত্তর : গ. সোনার বাংলায়

১৫. নূরলদীনের জীবনব্যবস্থা কেমন ছিল?

ক. অভিজাত খ. বিলাসী

গ. সাধারণ ঘ. মধ্যবিত্ত

সঠিক উত্তর : গ. সাধারণ

১৬. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কী ঝরে যাওয়ার কথা বলা হয়েছে?

ক. ঘাম খ. রক্ত

গ. স্বপ্ন ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর : খ. রক্ত

১৭. দিনাজপুর, রংপুর এলাকার বিশেষ সম্বোধনবিশেষ-

ক. বাপু হে খ. কোনঠে

গ. ভাই হে ঘ. বাহে

সঠিক উত্তর : ঘ. বাহে

১৮. সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯৩৯ খ. ১৯৩৪

গ. ১৯৩৫ ঘ. ১৯৩৬

সঠিক উত্তর : গ. ১৯৩৫

১৯. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতাটি লেখক কে?

ক. সৈয়দ শামসুল হক খ. জব্বার আল নাঈম

গ. সাইয়েদ জামিল ঘ. শঙ্খচূড় ইমাম

সঠিক উত্তর : ক. সৈয়দ শামসুল হক

২০. সৈয়দ শামসুল হক কোথায় জন্মগ্রহণ করেন?

ক. কুড়িগ্রাম খ. যশোর

গ. মাগুরা ঘ. লালমনিরহাট

সঠিক উত্তর : ক. কুড়িগ্রাম

২১. সৈয়দ শামসুল হকের পিতার নাম কী?

ক. সৈয়দ আমির হুসাইন

খ. সৈয়দ জাহাঙ্গীর হুসাইন

গ. সৈয়দ কবির হুসাইন

ঘ. সৈয়দ সিদ্দিক হুসাইন

সঠিক উত্তর : ঘ. সৈয়দ সিদ্দিক হুসাইন

২২. সৈয়দ শামসুল হক কোন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সঠিক উত্তর : ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

২৩. সৈয়দ শামসুল হক প্রথমে কোনটিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন?

ক. শিক্ষকতা খ. আইনজীবী

গ. সাংবাদিকতা ঘ. রাজনীতি

সঠিক উত্তর : গ. সাংবাদিকতা

২৪. সাহিত্যের গঠনশৈলীর ক্ষেত্রে সর্বদায় নিরীক্ষাপ্রিয় ছিলেন কে?

ক. শামস সাইদ

খ. পলিয়ার ওয়াহিদ

গ. জব্বার আল নাঈম

ঘ. সৈয়দ শামসুল হক

সঠিক উত্তর : ঘ. সৈয়দ শামসুল হক

২৫. নিচের কোন কাব্যগ্রন্থের রচিয়তা সৈয়দ শামসুল হক?

ক. হাওয়া আবৃত্তি

খ. প্রতিধ্বনিগণ

গ. ফজল মাস্টারের স্কুল

ঘ. অমরার দাদু

সঠিক উত্তর : খ. প্রতিধ্বনিগণ

২৬. 'ঈর্ষা' কাব্যনাটকটির রচিয়তা কে?

ক. শঙ্খচূড় ইমাম

খ. সৈয়দ শামসুল হক

গ. আল মাহমুদ

ঘ. শামসুর রাহমান

সঠিক উত্তর : খ. সৈয়দ শামসুল হক

২৭. নূরলদীনের বাড়ি কোথায় ছিল?

ক. রংপুর খ. দিনাজপুর

গ. বগুড়া ঘ. জামালপুর

সঠিক উত্তর : ক. রংপুর

২৮. নূরলদীন কোথায় একদিন ডাক দিয়েছিল?

ক. পিরোজপুর খ. সৈয়দপুর

গ. রংপুর ঘ. ফরিদপুর

সঠিক উত্তর : গ. রংপুর

২৯. রংপুরে নূরলদীন কত সালে ডাক দিয়েছিল?

ক. ১১৮৮ খ. ১১৮৯

গ. ১১৯০ ঘ. ১১৯১

সঠিক উত্তর : খ. ১১৮৯

৩০. এই বাংলায় কী নেমে এলে নূরলদীনের কথা মনে পড়ে যায়?

ক. হায়েনা খ. জানোয়ার

গ. শকুন ঘ. অন্ধকার

সঠিক উত্তর : গ. শকুন

৩১. 'পরাণের গহীন ভেতর' কাব্যগ্রন্থটির রচিয়তা কে?

ক. সৈয়দ শামসুল হক

খ. ফজল শাহাবুদ্দিন

গ. ওমর আলী

ঘ. হেলাল হাফিজ

সঠিক উত্তর : ক. সৈয়দ শামসুল হক

৩২. নূরুলদীনের কথা মনে পড়ে যায় কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক. নূরুলদীনের সারাজীবন

খ. গণনায়ক

গ. পায়ের আওয়াজ পাওয়া যায়

ঘ. প্রতিধ্বনিগণ

সঠিক উত্তর : ক. নূরুলদীনের সারাজীবন

৩৩. নূরুলদীনের সারাজীবন কাব্যনাটকের প্রস্তাবনা অংশে কী রয়েছে?

ক. বিষাদময় কাব্যিক বর্ণনা

খ. উচ্ছ্বাসময় কাব্যিক বর্ণনা

গ. প্রেমময় কাব্যিক বর্ণনা

ঘ. আবেগঘন কাব্যিক বর্ণনা

সঠিক উত্তর : ঘ. আবেগঘন কাব্যিক বর্ণনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89555 and publish = 1 order by id desc limit 3' at line 1