শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
পাহাড়

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

১। ভাষা আন্দোলনে পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে পড়ে ?

ক. বাঙালি জাতীয়তাবাদ

খ. অসাম্প্রদায়িক মনোভাব

গ. দ্বি-জাতিতত্ত্ব্ব

ঘ. স্বজাত্যবোধ।

সঠিক উত্তর : ক. বাঙালি জাতীয়তাবাদ

২। কৃষি উন্নয়নের একটি বড় নিয়ামক হলো-

ক. প্রশিক্ষণ দান খ. পর্যাপ্ত কৃষি ঋণ

গ. জমির পরিমাণ বৃদ্ধি ঘ. কৃষক বৃদ্ধি।

সঠিক উত্তর: খ. পর্যাপ্ত কৃষি ঋণ

৩। আইনের বৈশিষ্ট্য হচ্ছে-

র. মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা

রর. সবার অধিকার সমভাবে সংরক্ষণ করা

ররর. বিধিবিধান মানতে বাধ্য করা।

নিচের কোনটি সঠিক

ক. র ও রর খ. রর

গ. ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ক. র ও রর

নিচের অনুচ্ছেদটি পড় ৪ এবং ৫নং প্রশ্নের উত্তর দাও :

\হসিউল বাংলাদেশ থেকে পূর্বে অবস্থিত। একদিন সিপন আলালকে সন্ধ্যা ৭টায় ফোন করে তখন আলাল বলল আমাদের এখানে এখন রাত ৯টা ৩২ মিনিট।

৪। উদ্দীপকের আলোকে বাংলাদেশের দ্রাঘিমা ৯০ ডিগ্রি পূর্বে হলে সিউলের দ্রাঘিমা কত?

ক. ১২৮ ডিগ্রি পূর্ব খ. ১২৮ ডিগ্রি পশ্চিম

গ. ১৩০ ডিগ্রি পূর্ব ঘ. ১৩৮ ডিগ্রি পশ্চিম।

সঠিক উত্তর: (ক) ১২৮ ডিগ্রি পূর্ব

৫। ওই সময়ের এমন পার্থক্যের কারণ হলো-

র. পৃথিবীর আহ্নিকগতি

রর. পৃথিবীর বার্ষিকগতি

ররর. দ্রাঘিমার পার্থক্য।

নিচের কোনটি সঠিক

ক. র খ. র ও রর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: গ র ও ররর

৬। মোট জাতীয় উৎপাদন পরিমাপ হয়-

ক. এক বছরের মোট উৎপাদন

খ. এক মাসের মোট উৎপাদন

গ. পাঁচ বছরের মোট উৎপাদন

ঘ. ছয় মাসের মোট উৎপাদন।

সঠিক উত্তর: (ক) এক বছরের মোট উৎপাদন

৭। মানুষের আচার-আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. সামাজিক মূল্যবোধ খ. সামাজিক আইন

গ. সামাজিক পরিবর্তন ঘ. নৈতিক জাগরণ।

সঠিক উত্তর: ক. সামাজিক মূল্যবোধ

৮। একটি রাষ্ট্রের সর্ব্বোচ দলিল কোনটি?

ক. সংবিধান খ. চুক্তিপত্র

গ. জাতীয় বিল ঘ. সুপ্রিমকোর্টের রায়।

সঠিক উত্তর: ক. সংবিধান

৯। জাতীয় চার নেতার হত্যার মাধ্যমে কোনটি ফুটে উঠে?

ক. পুনরায় যুদ্ধ সংঘটিত করা

খ. দেশকে নেতৃত্ব শূন্য করা

গ. দেশের স্বাধীনতাকে কেড়ে নেওয়া

ঘ. সরকার গঠন করা।

সঠিক উত্তর: খ. দেশকে নেতৃত্ব শূন্য করা

১০। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের বৈশিষ্ট্য হলো-

র. সর্বোচ্চ উচ্চতা

রর. কর্দম পাথর দ্বারা গঠিত

ররর. শেল পাথর দ্বারা গঠিত।

নিচের কোনটি সঠিক

ক. র খ. র ও রর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

১১। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উপাদনে অবাধ প্রতিযোগিতা সৃষ্টির যথার্থ কারণ হলো-

ক. অধিক ভোক্তার উপস্থিতি

খ. দ্রব্য উৎপাদনে অবাধ স্বাধীনতা

গ. সরকারি পৃষ্ঠপোষকতা

ঘ. বিনিয়োগকারীর আধিক্য।

সঠিক উত্তর: খ. দ্রব্য উৎপাদনে অবাধ স্বাধীনতা

১২। কৃষি ব্যাংক যেসব কাজের জন্য ঋণ প্রদান করে-

র. কুটির শিল্প

রর. হাঁস-মুরগি পালন

ররর. ফুল চাষ।

নিচের কোনটি সঠিক

\হক. র ও রর খ. ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

১৩। সমষ্টিগত সম্পত্তি হলো-

র. বাড়িঘর

রর. রাস্তাঘাট

ররর. স্কুল।

নিচের কোনটি সঠিক

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: খ. রর ও ররর

১৪। সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়ে কোনটি ঘটে?

ক. অপরাধীদের দৌরাত্ম্য

খ. দারিদ্র্য বেড়ে যায়

গ. সামাজিক পরিবর্তন

ঘ. সামাজিক সমস্যা।

সঠিক উত্তর: ক. অপরাধীদের দৌরাত্ম্য

১৫। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারী একচেটিয়া বাজার সৃষ্টি করে কীভাবে ?

ক. উৎপাদন নিয়ন্ত্রণ করে

খ. চাহিদা বৃদ্ধি করে

গ. ভোগ বৃদ্ধি করে

ঘ. দ্রব্যের উপযোগ সৃষ্টি করে।

সঠিক উত্তর: ক. উৎপাদন নিয়ন্ত্রণ করে

১৬। জাতীয় সম্পদ বলতে বোঝায়-

র. ব্যক্তিগত সম্পদ

রর. সমষ্টিগত সম্পদ

ররর. আন্তর্জাতিক সম্পদ।

নিচের কোনটি সঠিক

ক. র ও রর খ র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ক. র ও রর

১৭। কিশোর অপরাধ উদ্বেগজনক সমস্যা হওয়ার যথার্থ কারণ হলো

ক. দুর্নীতির পরিমাণ বৃদ্ধি পায়

খ. জাতি পিছিয়ে পড়ে

গ. সন্ত্রাসী জাতি হিসেবে পরিচিতি লাভ

ঘ. জাতির ভবিষ্যৎ নষ্ট হয়।

সঠিক উত্তর: ঘ. জাতির ভবিষ্যৎ নষ্ট হয়

১৮। এইডস রোগে সংক্রামিত হওয়ার কারণ কোনটি?

ক. ধূমপান

খ. অবহেলা

গ. অপরীক্ষিত রক্ত গ্রহণ

ঘ. সড়ক দুর্ঘটনা।

সঠিক উত্তর: গ. অপরীক্ষিত রক্ত গ্রহণ

১৯। শনির বায়ুমন্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে?

ক. নাইট্রোজেন ও হিলিয়াম

খ. হাইট্রোজেন ও হিলিয়াম

গ. কার্বন-ডাই-অক্সাইড ও হিলিয়াম

ঘ. অক্সিজেন ও হিলিয়াম

সঠিক উত্তর: খ. হাইট্রোজেন ও হিলিয়াম

২০। বাংলাদেশের সরকারের আয়ের খাতগেুলা

র. আবগারি শুল্ক

রর. বাণিজ্য শুল্ক

ররর. আয়কর।

নিচের কোনটি সঠিক

ক. র খ. র ও রর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89911 and publish = 1 order by id desc limit 3' at line 1