শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
ভের্সাই প্রাসাদ

আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

জাদুঘরে কেন যাব

আনিসুজ্জামান

২২. ভারতীয় জাদুঘর কোথায় অবস্থিত?

ক. আগ্রায়

খ. দিলিস্নতে

গ. কলকাতায়

ঘ. মুম্বাই

সঠিক উত্তর : গ. কলকাতায়

২৩. জাদুঘরকে প্রাবন্ধিক কী বলে আখ্যা দিয়েছেন?

ক. বিনোদনকেন্দ্র

খ. অবসর কাটানোর উপযুক্ত স্থান

গ. শক্তিশালী সামাজিক সংগঠন

ঘ. আড্ডা দেয়ার স্থান

সঠিক উত্তর : গ. শক্তিশালী সামাজিক সংগঠন

২৪. বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত?

ক. বাংলামটরে খ. কাটাবনে

গ. শাহবাগে ঘ. গুলিস্তানে

সঠিক উত্তর : গ. শাহবাগে

২৫. সাহিত্য ও গবেষণায় কৃতিত্বের জন্য আনিসুজ্জামান লাভ করেছেন-

র. একুশে পদক

রর. আলাওল সাহিত্য পুরস্কার

ররর. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি-লিট

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২৬. পৃথিবীর প্রথম জাদুঘর ছিল-

র. নিদর্শন সংগ্রহশালা ও গ্রন্থাগার

রর. উদ্ভিদ উদ্যান ও উন্মুক্ত চিড়িয়াখানা

ররর. দর্শনচর্চার কেন্দ্র

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২৭. প্রথম জাদুঘর কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত?

ক. খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দী

খ. তৃতীয় শতাব্দী

গ. চতুর্থ শতাব্দী

ঘ. খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দী

সঠিক উত্তর : গ. চতুর্থ শতাব্দী

২৮. জাদুঘরের রূপকে বড় রকম প্রভাবান্বিত করে-

র. সামাজিক অবস্থা

রর. রাজনৈতিক অবস্থা

ররর. সামাজিক-রাজনৈতিক অবস্থার পরিবর্তন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২৯. জাদুঘরে সংরক্ষণ করা হয় যে ধরনের বস্তু, তা হলো-

র. লুপ্তপ্রায় বস্তু

রর. অনন্য চমকপ্রদ বস্তু

ররর. বিস্ময় উদ্রেককারী বস্তু

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

লোকশিল্প গবেষণার ওপর অ্যাসাইনমেন্ট করার জন্য বাবু সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে যায়। শুধু লোকশিল্প নয়, টারশিয়ারি যুগের মাছের জীবাশ্ম, প্রাচীন ও মধ্যযুগের মুদ্রা, শিলালিপি, ভাস্কর্য, অস্ত্রশস্ত্র, মুক্তিযুদ্ধের দলিল- এসব তাকে মুগ্ধ করল।

৩০. উদ্দীপকের বাবুর মুগ্ধ হওয়ার সঙ্গে প্রবন্ধে উলিস্নখিত বাক্যটির সাদৃশ্য রয়েছে?

ক. জাদুঘর আমাদের আনন্দ দেয়

খ. ঈশা খাঁর কামানের গায়ে বাংলা লেখা দেখে মুগ্ধ হয়েছিল

গ. জাদুঘর আমাদের শক্তি জোগায়

ঘ. জাদুঘর একটা শক্তিশালী সামাজিক সংগঠন

সঠিক উত্তর : খ. ঈশা খাঁর কামানের গায়ে বাংলা লেখা দেখে মুগ্ধ হয়েছিল

৩১. উদ্দীপকের ন্যায় 'জাদুঘরে কেন যাব' প্রবন্ধের মূল বক্তব্য হলো-

র. জাদুঘরের মাধ্যমে জাতি আত্মবিকাশ লাভ করে

রর. সাংস্কৃতিক উত্তরাধিকারকে সংরক্ষণ করে জাদুঘর

ররর. জাদুঘরের মাধ্যমে শিক্ষাবিস্তার সম্ভব

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৩২. 'জাদুঘরে কেন যাব' রচনায় প্রতিষ্ঠার রুচিমাফিক কী গড়ে ওঠে?

ক. ব্যক্তিগত জাদুঘর

খ. সামাজিক জাদুঘর

গ. রাজনৈতিক জাদুঘর

ঘ. রাষ্ট্রীয় জাদুঘর

সঠিক উত্তর : ক. ব্যক্তিগত জাদুঘর

৩৩. পৃথিবীর প্রথম জাদুঘরে মূলত কী ছিল?

ক. দর্শনচর্চার কেন্দ্র

খ. নিদর্শন সংগ্রহশালা

গ. ইতিহাস চিত্র

ঘ. ঐতিহ্য

সঠিক উত্তর : ঘ. ঐতিহ্য

৩৪. সম্পন্ন ব্যক্তি কী গড়ার ভিত্তি রচনা করেছিল?

ক. জাদুঘর খ. লাইব্রেরি

গ. ক্লাব ঘ. গবেষণাগার

সঠিক উত্তর : ক. জাদুঘর

৩৫. প্রাচীন জিনিসপত্র সংগ্রহের কথা কোথায় অবিদিত ছিল?

ক. আধুনিককালে খ. ইউরোপে

গ. প্রাচ্য দেশে ঘ. লন্ডনে

সঠিক উত্তর : গ. প্রাচ্য দেশে

৩৬. 'জাদু' শব্দটা কোন ভাষার শব্দ?

ক. আরবি খ. ফার্সি

গ. নাগরি ঘ. বাংলা

সঠিক উত্তর : খ. ফার্সি

৩৭. জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত?

ক. ঢাকা খ. রাজশাহী

গ. চট্টগ্রাম ঘ. ইউরোপ

সঠিক উত্তর : গ. চট্টগ্রাম

৩৮. ফরাসি বিপস্নবের পরে কিসের দ্বার উন্মোচিত হয়?

ক. ভের্সাই প্রাসাদ খ. প্রজাতন্ত্রের

গ. গণতন্ত্রের ঘ. সামন্ত প্রভুর

সঠিক উত্তর : ক. ভের্সাই প্রাসাদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89912 and publish = 1 order by id desc limit 3' at line 1