শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৮ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
তাজহাট জমিদার প্রাসাদ

আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

চতুর্থ অধ্যায়

৪৮। লালবাগ মসজিদটি ঢাকার কোন রোডে অবস্থিত?

(ক) আলাউদ্দিন রোডে (খ) পাটুয়াটুলি রোডে

(গ) নাজিমউদ্দিন রোডে (ঘ) হরনাথ ঘোষ রোডে

সঠিক উত্তর : (ঘ) হরনাথ ঘোষ রোডে

৪৯। ইংরেজদের সমর্থক নওয়াব কে ছিলেন?

(ক) আব্দুল গণি (খ) ওসমান গণি

(গ) রাজ্জাক শনি (ঘ) আব্দুল লতিফ

সঠিক উত্তর : (ক) আব্দুল গণি

৫০। অফিস বাড়ি হিসেবে ঢাকায় যেসব ভবন তৈরি হয়েছিল, তাদের মধ্যে সুন্দর কোনটি?

(ক) লালবাগ কেলস্না (খ) আহসান মঞ্জিল

(গ) কার্জন হল (ঘ) লাল কুঠির

সঠিক উত্তর : (গ) কার্জন হল

৫১। তাজহাট জমিদার প্রাসাদ কোন জেলায় অবস্থিত?

(ক) নারায়ণগঞ্জ (খ) রংপুর

(গ) চাঁপাইনবাবগঞ্জ (ঘ) খুলনা

সঠিক উত্তর : (খ) রংপুর

৫২। মণি একটি সংগ্রহশালায় সংস্কৃত ও আরবি ভাষায় লেখা পান্ডুলিপি দেখতে পায়। মণির দেখা সংগ্রহশালাটি কোথায় অবস্থিত?

(ক) ঢাকা (খ) দিনাজপুর

(গ) চাঁপাই নবাবগঞ্জ (ঘ) রংপুর

সঠিক উত্তর : (ঘ) রংপুর

৫৩। স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে তৈরি করেছিলেন-

(ক) পানাম নগর (খ) আর্মেনিয়ান গির্জা

(গ) আহসান মঞ্জিল (ঘ) বাহাদুর শাহ পার্ক

সঠিক উত্তর : (ক) পানাম নগর

৫৪। আর্মেনিয়ান গির্জা প্রতিষ্ঠিত হয় কত সালে?

(ক) ১৭৭৫ সালে (খ) ১৭৮০ সালে

(গ) ১৭৮১ সালে (ঘ) ১৮৫৬ সালে

সঠিক উত্তর : (গ) ১৭৮১ সালে

৫৫। দিঘাপতিয়ার জমিদার প্রাসাদ কোথায় অবস্থিত?

(ক) রংপুর (খ) নাটোর

(গ) রাজশাহী (ঘ) ঢাকা

সঠিক উত্তর : (খ) নাটোর

৫৬। মুক্তাগাছার জমিদারদের প্রত্ন নির্দেশনের মধ্যে রয়েছে?

(ক) সরস্বতী ও বিষ্ণুমূর্তি

(খ) সংস্কৃত ও আরবি লেখা পান্ডুলিপি

(গ) আলোকচিত্র

(ঘ) কারুকার্যখচিত পোশাক ও জিনিসপত্র

সঠিক উত্তর : (ক) সরস্বতী ও বিষ্ণুমূর্তি

৫৭। আহসান মঞ্জিল দেখে আমরা কী ধারণা পেতে পারি?

(ক) পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে

(খ) প্রাচীন মানুষ সম্পর্কে

(গ) আধুনিক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে

(ঘ) প্রাচীন ভবনগুলো সম্পর্কে

সঠিক উত্তর : (ক) পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে

পঞ্চম অধ্যায়

১। স্থানীয় সমাজের উপাদান কোনটি?

(ক) বিজ্ঞান ক্লাব (খ) জাতীয় সংসদ

(গ) ইউনিয়ন পরিষদ (ঘ) সিটি করপোরেশন

সঠিক উত্তর : (ক) বিজ্ঞান ক্লাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<90022 and publish = 1 order by id desc limit 3' at line 1