শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র
রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ২৫ মার্চ ২০২০, ০০:০০
গারো সমাজে গোত্র রয়েছে-

অধ্যায়-১

১। আল বেরুনি কোন দেশের অধিবাসী ছিলেন?

ক. তুরস্ক খ. ইরাক

গ. আফগানিস্তান ঘ. পারস্য

সঠিক উত্তর : ঘ. পারস্য

২। আকবরনামা কে লিখেছেন?

ক. নাজমুল করিম

খ. আবুল ফজল

গ. বাৎসায়ন

ঘ. বাদশা আকবর

সঠিক উত্তর : খ. আবুল ফজল

৩। বাংলার নবজাগরণে ভূমিকা রেখেছেন-

র. এআর দেশাই

রর. রাজা রামমোহন রায়

ররর. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. রর ও ররর

৪। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগ চালু হয় কত সালে?

ক. ১৯৬৫ খ. ১৯৭০

গ. ১৯৭৫ ঘ. ১৯৮০

সঠিক উত্তর : খ. ১৯৭০

৫। ১৮৫৭ সালে কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. প্যারিস বিশ্ববিদ্যালয়

গ. কলকাতা বিশ্ববিদ্যালয়

ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

সঠিক উত্তর : গ. কলকাতা বিশ্ববিদ্যালয়

৬। বর্তমানে বাংলাদেশে সমাজবিজ্ঞান পড়ানো হয়-

র. উচ্চমাধ্যমিক পর্যায়ে

রর. স্নাতক পর্যায়ে

ররর. মাস্টার্স পর্যায়ে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৭. অবিভক্ত বাংলায় প্রথম সমাজবিজ্ঞান নিয়ে অধ্যয়ন শুরু হয় কোন প্রতিষ্ঠানে?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

খ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে

গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

ঘ. মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে

সঠিক উত্তর : খ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে

৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালুর ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অনুপ্রেরণা ছিল?

ক. প্যারিস বিশ্ববিদ্যালয়

খ. কলকাতা বিশ্ববিদ্যালয়

গ. মুম্বাই বিশ্ববিদ্যালয়

ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সঠিক উত্তর : খ. কলকাতা বিশ্ববিদ্যালয়

৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার সময় এ বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন-

র. ড. পেরি বেসাইনি

রর. একে নাজমুল করিম

ররর. ড. রাশেদুল হাসান

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে প্রথম সমাজবিজ্ঞানের অধ্যয়ন শুরু হয়?

ক. অর্থনীতি খ. রাষ্ট্রবিজ্ঞান

গ. দর্শন ঘ. নৃবিজ্ঞান

সঠিক উত্তর : গ. দর্শন

১১। জবমরড়হধষ ঝড়পরড়ষড়মু গ্রন্থের লেখক কে?

ক. রাধাকমল মুখার্জি

খ. নাজমুল করিম

গ. পেরি বেসাইনি

ঘ. আবুল ফজল

সঠিক উত্তর : ক. রাধাকমল মুখার্জি

১২। বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে-

র. সামাজিক সচেতনতা জাগ্রত করার ক্ষেত্রে

রর. সঠিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে

ররর. দ্বন্দ্ব-সংঘাত নিরসনের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

অধ্যায়-৪

১। ঐরংঃড়ৎু ড়ভ ইঁৎসধ গ্রন্থের লেখক কে?

ক. নাজমুল করিম খ. জন মার্শাল

গ. কর্নেল ফায়ার ঘ. আবুল ফজল

সঠিক উত্তর : গ. কর্নেল ফায়ার

২। জুমচাষের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-

র. পর্যায়ক্রমিক চাষপদ্ধতি

রর. পাহাড়ি ঢালু ভূমিতে করা হয়

ররর. একসঙ্গে নানা বীজ বপন করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৩। গারো সমাজে কয়টি গোত্র রয়েছে?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. ছয়টি

সঠিক উত্তর : ঘ. ছয়টি

৪। গারো সমাজে পরিবারের ছোট মেয়েকে কী বলা হয়?

ক. নোকনা খ. এগেট

গ. সাংমা ঘ. মারাক

সঠিক উত্তর : ক. নোকনা

৫। সোহরাই উৎসব পালন করে কারা?

ক. গারোরা খ. চাকমারা

গ. সাঁওতালরা ঘ. মণিপুরিরা

সঠিক উত্তর : গ. সাঁওতালরা

৬। রাখাইনরা কোন ধর্মে বিশ্বাসী?

ক. হিন্দু খ. খ্রিস্টান

গ. বৌদ্ধ ঘ. ধর্মান্তরিত খ্রিস্টান

সঠিক উত্তর : গ. বৌদ্ধ

৭। অতুল এ বছর তাদের বাহা উৎসব বেশ আনন্দের সঙ্গে উদযাপন করে। অতুল হলো-

ক. গারো খ. রাখাইন

গ. মণিপুরি ঘ. সাঁওতাল

সঠিক উত্তর : ঘ. সাঁওতাল

৮। মগরা নিজেদের কী বলে পরিচয় দেয়?

ক. পাহাড়ি খ. মারমা

গ. মঙ্গোলীয় ঘ. রাখাইন

সঠিক উত্তর : খ. মারমা

৯। মণিপুরিদের সবচেয়ে জনপ্রিয় নৃত্য কোনটি?

ক. লাই হারাউবা খ. লাইলা

গ. মৈথেয়ী ঘ. সিনতেং

সঠিক উত্তর : ক. লাই হারাউবা

১০। সিমন হেডম্যানের ছেলে। সে বাস করে-

ক. টাঙ্গাইলে খ. সিলেটে

গ. দিনাজপুরে ঘ. রাঙামাটিতে

সঠিক উত্তর : ঘ. রাঙামাটিতে

\হ১১. মঙ্গোলয়েডরা মূলত বাস করে-

ক. এশিয়ায় খ. আফ্রিকায়

গ. ইউরোপে ঘ. উত্তর আমেরিকায়

সঠিক উত্তর : ক. এশিয়ায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94014 and publish = 1 order by id desc limit 3' at line 1