logo
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০, ২৬ চৈত্র ১৪২৫

  রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়   ২৭ মার্চ ২০২০, ০০:০০  

সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

পাকিস্তানি শোষণ

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
অধ্যায় : ৫

৩. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৭৯৩ খ. ১৮৫৭

গ. ১৯০৬ ঘ. ১৯৬৬

সঠিক উত্তর : গ. ১৯০৬

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

১৯৫২ সালের ৩০ জানুয়ারি ঢাকায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এ পরিষদের মাধ্যমে সর্বাত্মক আন্দোলন শুরু হয়।

৪. ওই আন্দোলনে শহীদ হন-

ক. আসাদুজ্জামান আসাদ

খ. রফিক

খ. ড. সামসুজ্জোহা

ঘ. ডা. মিলন

সঠিক উত্তর : খ. রফিক

৫. আন্দোলনটির গুরুত্ব রয়েছে-

র. বাঙালি জাতীয়তাবাদ উদ্ভবের ক্ষেত্রে

রর. অধিকার সচেতন হতে

ররর. জাতীয় ঐক্য সংহতি রক্ষায়

কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৬. লাহোর প্রস্তাব উপস্থাপন করেন কে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. একে ফজলুল হক

গ. মওলানা ভাসানী

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সঠিক উত্তর : খ. একে ফজলুল হক

৭. পাকিস্তানের জন্ম হয় ১৯৪৭ সালের?

ক. ১৫ আগস্ট খ. ১০ আগস্ট

গ. ১৪ আগস্ট ঘ. ১৯ আগস্ট

সঠিক উত্তর : গ. ১৪ আগস্ট

৮. ছয় দফার অন্তর্ভুক্ত ছিল কোনটি?

র. বাংলাদেশ প্রতিষ্ঠা

রর. দুই অঞ্চলের জন্য আলাদা মুদ্রা চালু

ররর. প্রাদেশিক সরকার প্রতিষ্ঠা

কোনটি সঠিক উত্তর?

ক. র খ. রর ও ররর

গ. রর ঘ. ররর

সঠিক উত্তর : খ. রর ও ররর

৯. যুক্তফ্রন্টের বিজয় মানে-

ক. সংখ্যাগরিষ্ঠের বিজয়

খ. বাঙালি জাতীয়তাবাদের বিজয়

গ. পাকিস্তানের বিজয়

ঘ. বাংলাদেশের বিজয়

সঠিক উত্তর : বাঙালি জাতীয়তাবাদের বিজয়

১০. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন-

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. তাজউদ্দীন আহমদ

গ. শেখ মুজিবুর রহমান

ঘ. এ কে ফজলুল হক

সঠিক উত্তর : খ. তাজউদ্দীন আহমদ

১১. পশ্চিম পাকিস্তানের শোষণ ছিল-

র. অর্থনৈতিক

রর. রাজনৈতিক

ররর. সামাজিক

কোনটি সঠিক উত্তর?

ক. র খ. রর

গ. ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

১২. ১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?

ক. ১০ মার্চ খ. ১০ এপ্রিল

গ. ১০ মে ঘ. ১০ জুন

সঠিক উত্তর : খ. ১০ এপ্রিল

১৩. আগরতলা মামলার আসামি ছিল-

ক. ২০ জন খ. ২৫ জন

গ. ৩০ জন ঘ. ৩৫ জন

সঠিক উত্তর : ঘ. ৩৫ জন

অধ্যায়-৬

১। টৎনধহ ঝড়পরড়ষড়মু গ্রন্থের লেখক কে?

ক. মিনু মাসানি খ. কুইন

গ. শেফার ঘ. টেইলর

সঠিক উত্তর : খ. কুইন

২। গ্রামের তুলনায় শহরে বিবাহবিচ্ছেদের হার-

ক. কম খ. বেশি

গ. একই ঘ. নগণ্য

সঠিক উত্তর : খ. বেশি

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও

তহুরীন সবুর অধ্যাপনার পাশাপাশি পত্রপত্রিকায় কলাম লেখেন। গণতান্ত্রিক অধিকার নিয়ে সভা-সেমিনারে বক্তব্য দেন।

৩। তহুরীন সবুর হলেন-

ক. শাসক এলিট

খ. অশাসক এলিট

গ. চাপ সৃষ্টিকারী দল

ঘ. সুবিধাবাদী দল

সঠিক উত্তর : গ. চাপ সৃষ্টিকারী দল

৪। এ ধরনের স্তরবিন্যাসের ভিত্তি হলো-

ক. শিক্ষা খ. আর্থ-সামাজিক অবস্থা

গ. দক্ষতা ঘ. ক্ষমতা

সঠিক উত্তর : ঘ. ক্ষমতা।

৫। কোনটি ক্ষমতার ভিত্তিতে গ্রামীণ সমাজের স্তরবিন্যাস নয়?

ক. গ্রাম্য মাতব্বর খ. গ্রাম্য মোড়ল

গ. গ্রাম্য এলিট ঘ. মেম্বার/কাউন্সিলর

সঠিক উত্তর : গ. গ্রাম্য এলিট

৬। সালমার বাবা বিশেষজ্ঞ ডাক্তার। তিনি হলেন-

ক. উচ্চবিত্ত খ. উচ্চমধ্যবিত্ত

গ. মধ্যবিত্ত ঘ. নিম্নমধ্যবিত্ত

সঠিক উত্তর : খ. উচ্চমধ্যবিত্ত

৭। গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-

র. সামাজিক অসমতা কম

রর. যৌথ পরিবার কম

ররর. জনসংখ্যার ঘনত্ব কম

কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও ররর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে