শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৮ম শ্রেণির পড়াশোনা

পরিবেশ দূষণের কারণ-
সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ২৭ মার্চ ২০২০, ০০:০০

অধ্যায়-৮

২৬। পরিবেশ দূষণের পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হলো-

ক. বন উজাড়করণ

খ. নদী ভরাট হওয়া

গ. লোকসংখ্যা বেড়ে যাওয়া

ঘ. রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহার

সঠিক উত্তর : ক. বন উজাড়করণ

২৭। সবুজ উদ্ভিদ বাতাস থেকে কী গ্রহণ করে?

ক. অক্সিজেন

খ. কার্বন ডাইঅক্সাইড

গ. নাইট্রোজেন

ঘ. অক্সিজেন ও নাইট্রোজেন

সঠিক উত্তর : খ. কার্বন ডাইঅক্সাইড

২৮। সবুজ উদ্ভিদ আমাদের জন্য কী ত্যাগ করে?

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. কার্বন ডাইঅক্সাইড

ঘ. নাইট্রাস অক্সাইড

সঠিক উত্তর : ক. অক্সিজেন

২৯। বায়ুমন্ডলে ওজোন স্তর ক্ষতিকারী সিএফসি গ্যাস অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো-

ক. মানুষ বেড়ে যাওয়া

খ. বন উজাড়করণ

গ. অপরিকল্পিত আবাসন

ঘ. বননীতি না থাকা

সঠিক উত্তর : খ. বন উজাড়করণ

৩০। বর্তমান বিশ্বে ব্যাপকভাবে কী গড়ে উঠছে?

ক. বনায়ন

খ. পরিবেশ সচেতনতা

গ. নগর

ঘ. বনায়ন ও নগরায়ণ

সঠিক উত্তর : গ. নগর

৩১। শিল্প-কারখানার কালো ধোঁয়ায় নগরের বায়ুতে কিসের পরিমাণ বেড়ে যাচ্ছে?

ক. কার্বনের

খ. অক্সিজেনের

গ. নাইট্রোজেনের

ঘ. নাইট্রাস অক্সাইডের

সঠিক উত্তর : ক. কার্বনের

৩২। বায়ুমন্ডলে ওজোন স্তরের ক্ষতির কারণ হলো-

র. রাসায়নিক সারের ব্যবহার

রর. কীটনাশকের ব্যবহার

ররর. কৃষিতে যান্ত্রিক সেচের ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. র ও ররর খ. র, রর ও ররর

গ. র ও রর ঘ. র

সঠিক উত্তর : খ. র, রর ও ররর

৩৩। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের কী ক্ষতি হতে পারে?

র. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়ে নিম্নভূমি নিমজ্জিত হবে

রর. সমুদ্রের লবণাক্ততা বেড়ে গাছপালার ক্ষতি হবে

ররর. মৎস্য খামার ও শস্যক্ষেত্রের ক্ষতি হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও ররর খ. র, রর ও ররর

গ. র ও রর ঘ. র

সঠিক উত্তর : খ. র, রর ও ররর

৩৪। নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ?

র. আইলা

রর. সিডর

ররর. সেন

নিচের কোনটি সঠিক?

ক. র ও ররর খ. র, রর ও ররর

গ. র ও রর ঘ. র

সঠিক উত্তর : গ. র ও রর

৩৫। উষ্ণায়নের ফলে পৃথিবীপৃষ্ঠে মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে?

ক. ক্যান্সার খ. চর্মরোগ

গ. অ্যাকসিডেন্ট ঘ. ক্যান্সার ও চর্মরোগ

সঠিক উত্তর : ঘ. ক্যান্সার ও চর্মরোগ

৩৬। বাংলাদেশের কোন অঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে?

ক. উত্তর

খ. দক্ষিণ

গ. পূর্ব

ঘ. পশ্চিম

সঠিক উত্তর : ক. উত্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94197 and publish = 1 order by id desc limit 3' at line 1