শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ২৮ মার্চ ২০২০, ০০:০০
শহরের উদ্ভবে সহায়তা করে-

অধ্যায়-৬

৮। গ্রামীণ ক্ষমতাকাঠামোর প্রধান ভিত্তি কোনটি?

ক. ভূমি খ. শিক্ষা

গ. রাজনীতি ঘ. অর্থনীতি

সঠিক উত্তর : ক. ভূমি

৯। গ্রামীণ সমাজের সাম্প্রতিক পরিবর্তন কোনটি?

র. যৌথ পরিবার কমে যাচ্ছে

রর. তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে

ররর. কৃষিনির্ভরতা কমছে

কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও ররর

১০। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গ্রামে শিক্ষার হার কত?

ক. ৫০.১০ শতাংশ

খ. ৪৩.২০ শতাংশ

গ. ৪৪.৭০ শতাংশ

ঘ. ৪৬.৮০ শতাংশ

সঠিক উত্তর : গ. ৪৪.৭০ শতাংশ

১১। শহরের উদ্ভবে সহায়তা করে-

ক. কৃষিতে উদ্বৃত্ত উৎপাদন

খ. কৃষির উদ্ভব

গ. প্রযুক্তির উদ্ভব

ঘ. শিক্ষার উন্নয়ন

সঠিক উত্তর : ক. কৃষিতে উদ্বৃত্ত উৎপাদন

১২। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে-

ক. শহুরে সমাজ

খ. আধুনিক সমাজ

গ. প্রাচীন সমাজ

ঘ. গ্রামীণ সমাজ

সঠিক উত্তর : ঘ. গ্রামীণ সমাজ

১৩। বাংলাদেশে নগর সভ্যতার বিকাশ ঘটে-

ক. তৃতীয় শতকে

খ. পঞ্চম শতকে

গ. অষ্টম শতকে

ঘ. নবম শতকে

সঠিক উত্তর : ক. তৃতীয় শতকে

১৪। বাংলাদেশে শহরে স্থানান্তরগমনের কারণ কোনটি?

ক. জ্ঞাতিবন্ধন খ. নদীভাঙন

গ. প্রযুক্তির উদ্ভব ঘ. কর্মসংস্থান

সঠিক উত্তর : খ. নদীভাঙন

অধ্যায়-৭

১. বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ছেলেদের বিয়ের বয়স কমপক্ষে-

ক. ১৮ বছর খ. ২০ বছর

গ. ২১ বছর ঘ. ২২ বছর

সঠিক উত্তর : গ. ২১ বছর

২. বাংলাদেশে বিবাহ হলো-

র. সামাজিক বিষয়

রর. আইনগত বিষয়

ররর. ধর্মীয় বিষয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

মা-বাবার ইচ্ছায় সালমান তার চাচাতো বোনকে বিয়ে করেছে।

৩. সালমানের বিবাহের ধরন হলো-

ক. প্যারালাল কাজিন বিবাহ

খ. ক্রস কাজিন বিবাহ

গ. চাচাতো বোন বিবাহ

ঘ. সরোগেট বিবাহ

সঠিক উত্তর : ক. প্যারালাল কাজিন বিবাহ

৪. এ ধরনের বিবাহের মূলে থাকে-

র. সম্পত্তি নিজেদের মধ্যে রাখা

রর. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা

ররর. সন্তানদের নিজেদের মধ্যে রাখা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও ররর

৫. সামাদ সাহেব পরিবারে তার ছেলে ও নাতি-নাতনি নিয়ে বসবাস করেন। তার পরিবার হলো-

ক. অণু পরিবার

খ. যৌথ পরিবার

গ. বর্ধিত পরিবার

ঘ. কোনোটি নয়

সঠিক উত্তর : গ. বর্ধিত পরিবার

৬. বাংলাদেশের শহরে গ্রামের তুলনায় নারী-পুরুষের মর্যাদা-

ক. ভিন্ন

খ. কম

গ. সমান

ঘ. বৈচিত্র্যময়

সঠিক উত্তর : গ. সমান

৭. আপন ভাই, চাচাতো ও মামাতো ভাই- সবাইকে একত্রে ভাই বলে ডাকা কোনো জ্ঞাতি সম্পর্ক?

ক. কাল্পনিক খ. বর্ণনামূলক

গ. প্রথাগত ঘ. শ্রেণিমূলক

সঠিক উত্তর : ঘ. শ্রেণিমূলক

৮. বাংলাদেশে আধুনিক উপাদানের প্রভাবে হচ্ছে?

র. দেরিতে বিয়ের প্রবণতা বৃদ্ধি

রর. সঙ্গী নির্বাচনে স্বাধীনতা

ররর. বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৯. ক্ষমতার ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

ক. অণু পরিবার

খ. পিতৃবাস পরিবার

গ. মাতৃপ্রধান পরিবার

ঘ. বর্ধিত পরিবার

সঠিক উত্তর : গ. মাতৃপ্রধান পরিবার

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94303 and publish = 1 order by id desc limit 3' at line 1