শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বাংলা দ্বিতীয়পত্র

৭ম শ্রেণির পড়াশোনা

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ০২ এপ্রিল ২০২০, ০০:০০

ধ্বনি ও বর্ণ

৭। 'ক'-এর উচ্চারণ স্থানের নাম কী?

ক. জিহ্বামূল খ. অগ্রতালু

গ. পশ্চাৎ দন্ত্যমূল ঘ. ওষ্ঠ্য

সঠিক উত্তর : ক. জিহ্বামূল

৮। 'প'-এর উচ্চারণ স্থান কোনটি?

ক. অগ্র দন্ত্যমূল খ. জিহ্বামূল

গ. অগ্রতালু ঘ. ওষ্ঠ্য

সঠিক উত্তর: ঘ. ওষ্ঠ্য

৯। 'ঙ'-এর উচ্চারণ স্থান কোনটি?

ক. তালু খ. ওষ্ঠ্য

গ. মূর্ধা ঘ. কণ্ঠ্য

সঠিক উত্তর : ঘ. কণ্ঠ্য

১০। ক খ গ ঘ ঙ বর্ণগুলোর উচ্চারণ স্থান হলো-

ক. অগ্রতালু খ. পশ্চাৎ দন্ত্যমূল

গ. জিহ্বামূল ঘ. অগ্র দন্ত্যমূল

সঠিক উত্তর : গ. জিহ্বামূল

১১। কোনগুলো স্পর্শ ধ্বনি?

ক. অ থেকে ঔ খ. চ থেকে শ

গ. ক থেকে ম ঘ. ট থেকে য়

সঠিক উত্তর : গ. ক থেকে ম

১২। ধ্বনির মূল উৎস কী?

ক. ফুসফুস খ. স্বরতন্ত্রী

গ. ঠোঁট ঘ. জিহ্বা

সঠিক উত্তর : ক. ফুসফুস

১৩। ফুসফুস থেকে আসা বাতাসের আঘাতে কী তৈরি হয়?

ক. বাক্য খ. শব্দ

গ. বর্ণ ঘ. ধ্বনি

সঠিক উত্তর : ঘ. ধ্বনি

১৪। ধ্বনি তৈরির জন্য কোনটি সহায়তা করে?

ক. ফুসফুস খ. বাগ্যন্ত্র

গ. বর্ণ ঘ. গলনালি

সঠিক উত্তর : খ. বাগ্যন্ত্র

১৫। অ, আ ধ্বনি দুটির নাম কী?

ক. ওষ্ঠ্যধ্বনি খ. তালব্যধ্বনি

গ. কণ্ঠধ্বনি ঘ. দন্ত্যধ্বনি

সঠিক উত্তর : গ. কণ্ঠ্যধ্বনি

১৬। ই, ঈ ধ্বনি দুটির নাম কী?

ক. কণ্ঠ্যধ্বনি খ. ওষ্ঠ্যধ্বনি

গ. দন্ত্যধ্বনি ঘ. তালব্যধ্বনি

সঠিক উত্তর : ঘ. তালব্যধ্বনি

১৭। নিচের কোন দুটি ওষ্ঠ্যধ্বনি?

ক. এ ঐ খ. ও ঔ

গ. এ, ঔ ঘ. উ, ঊ

সঠিক উত্তর : ঘ. উ, ঊ

১৮। নিচের কোনটি মূর্ধন্য ধ্বনি?

ক. ধ খ. জ্ঞ

গ. ঋ ঘ. ঔ

সঠিক উত্তর : গ. ঋ

১৯। ' ম' বর্ণটি কোন বর্গের অন্তর্গত?

ক. ত-বর্গ খ. ক-বর্গ

গ. চ-বর্গ ঘ. প-বর্গ

সঠিক উত্তর : ঘ. প-বর্গ

২০। কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?

ক. চ ছ জ ঝ ঞ খ. ট ঠ ড ঢ ণ

গ. ত থ দ ধ ন ঘ. প ফ ব ভ ম

সঠিক উত্তর : ঘ. প ফ ব ভ ম

২১। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?

ক. অল্পপ্রাণ ধ্বনি খ. অঘোষ ধ্বনি

গ. মহাপ্রাণ ধ্বনি ঘ. শ্বাস ধ্বনি

সঠিক উত্তর : গ. মহাপ্রাণ ধ্বনি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94898 and publish = 1 order by id desc limit 3' at line 1