logo
রবিবার, ০৭ জুন ২০২০, ২৪ জ্যৈষ্ঠ ১৪২৬

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়   ০৮ এপ্রিল ২০২০, ০০:০০  

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি
হিমালয়
সুখী মানুষ

৭। মোড়লের চাকর রহমত আলী কেমন মানুষ ছিল?

ক. বিশ্বাসী খ. অবিশ্বাসী

গ. দুঃখী ঘ. অকৃতজ্ঞ

সঠিক উত্তর : ক. বিশ্বাসী

৮। কবিরাজ কার জামা সংগ্রহ করতে বললেন?

ক. দুঃখী মানুষের খ. সুখী মানুষের

গ. পীড়িত মানুষের ঘ. মুমূূর্ষু মানুষের

সঠিক উত্তর : খ. সুখী মানুষের

৯। মোড়লের মুখে শরবত কে দিয়েছে?

ক. রহমত খ. হাসু

গ. কবিরাজ ঘ. লোক

সঠিক উত্তর : ক. রহমত

১০। 'সুখী মানুষ' নাটিকায় 'পাহাড়' অর্থে ব্যবহৃত শব্দ কোনটি?

ক. পর্বত খ. হিমালয়

গ. শৈল ঘ. ভূধর

সঠিক উত্তর : খ. হিমালয়

১১। 'মনই মানুষের সকল শক্তির নিয়ামক'- এ কথার অর্থ কী?

ক. মনের দাবি সব দাবির উৎস

খ. মন ভালো তো জগৎ ভালো

গ. প্রকৃত সুখ মোহমুক্তির মধ্য দিয়ে

ঘ. কৃপণতাই মানুষের মূল অসুখ

সঠিক উত্তর : গ. প্রকৃত সুখ মোহমুক্তির মধ্য দিয়ে

১২। নীতিহীন পথে সম্পদ উপার্জন পরিহার করা-

ক. বৈধ খ. অন্যায়

গ. উত্তম ঘ. উচিত

সঠিক উত্তর : গ. উত্তম

১৩। সুমন ছেলেবেলা থেকেই মানুষের উপকার করে আসছে। উদ্দীপকের সঙ্গে বৈসাদৃশ্য রয়েছে 'সুখী মানুষ' গল্পের কোন চরিত্রের?

ক. হাসু খ. সুখী মানুষ

গ. মোড়ল ঘ. রহমত

সঠিক উত্তর : গ. মোড়ল

১৪। 'সুখী মানুষ' নাটিকাটির শিক্ষণীয় বিষয় কী হতে পারে?

ক. সম্পদের পাহাড় তৈরির লোভ সংবরণ

খ. সমাজে সম্পদ জোগাড় করতে হবে ন্যায়ের পথে

গ. সম্পদ ছেড়ে সবাই বনে বসবাস করা

ঘ. মোড়লের মতো লোকের বিরুদ্ধে আন্দোলন করা

সঠিক উত্তর : খ. সমাজে সম্পদ জোগাড় করতে হবে ন্যায়ের পথে

১৫। 'সুখী মানুষ' নাটিকায় নিজেকে প্রকৃত রাজা কে মনে করে?

ক. লোক খ. হাসু

গ. মোড়ল ঘ. রহমত

সঠিক উত্তর : ক. লোক

১৬। 'ব্যামো' শব্দটি 'সুখী মানুষ' নাটিকায় কোন অর্থ বহন করে?

ক. বোমা খ. ঝগড়া বাধানো

গ. রোগ ঘ. স্থানের নাম

সঠিক উত্তর : গ. রোগ

১৭। 'মূর্খ' শব্দটি কোন অর্থে 'সুখী মানুষ'-এ ব্যবহৃত হয়েছে?

ক. নির্বোধ খ. প্রধান

গ. সূর্য ঘ. মুখোমুখি

সঠিক উত্তর : ক. নির্বোধ

১৮। 'সম্পদই অশান্তির কারণ'- বাক্যটির সঙ্গে নিচের কোনটির ভাবগত মিল আছে?

ক. লোভে তাঁতি নষ্ট

খ. লোভে পাপ, পাপে মৃতু্য

গ. লাভ খায় পিঁপড়ায়

ঘ. আয় বুঝে ব্যয় করো

সঠিক উত্তর : খ. লোভে পাপ, পাপে মৃতু্য

মংডুর পথে

১। 'মংডুর পথে' কোন ধরনের রচনা?

ক. ভ্রমণকাহিনী খ. আত্মজীবনী

গ. গল্প ঘ. উপন্যাস

সঠিক উত্তর : ক. ভ্রমণকাহিনী

২। 'মংডু' শহর মিয়ানমারের কোন সীমান্তে?

ক. পূর্ব খ. পশ্চিম

গ. উত্তর ঘ. দক্ষিণ

সঠিক উত্তর : খ. পশ্চিম

৩। 'বৃষ্টি শিরীষ' কী?

ক. গাছ খ. বৃষ্টির পানির ফোঁটা

গ. বৃষ্টি মাপার যন্ত্র ঘ. শিলাবৃষ্টি

সঠিক উত্তর : গ. বৃষ্টি মাপার যন্ত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে