শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৫ জুন ২০২০, ০০:০০

চলচ্চিত্রকর্মীদের

৩ কোটি টাকা অনুদান

বিনোদন রিপোর্ট

করোনাভাইরাসের প্রকোপে শুটিং ও অনান্য কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন চলচ্চিত্রের অনেক মানুষ। আর্থিক সংকটে থাকা নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের জন্য ৩ কোটি টাকা অনুদান দিচ্ছে তথ্য মন্ত্রণালয়। এই অনুদানের কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

অনুদানের অর্থ কবে নাগাদ চলচ্চিত্রকর্মীদের দেওয়া হবে সে বিষয়ে কামরুন নাহার বলেন, প্রক্রিয়াটি প্রাথমিক পর্যায়ে আছে। কবে দেওয়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। পরবর্তীতে জানানো হবে। এদিকে সপ্তাহখানেকের মধ্যেই অনুদানের অর্থ চলচ্চিত্রকর্মীদের হাতে তুলে দেওয়া হবে বলে আশা করছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। এরই মধ্যে আর্থিক সংকটে থাকা ৩০০ অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীর মাঝে অনুদানের অর্থ তুলে দেওয়ার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

চলচ্চিত্রের সংগঠনগুলোর প্রতিনিধিদের বৈঠকে শিগগিরই অনুদানের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে বলেও জানা গেছে। অন্যদিকে, ৫ জুন থেকে চলচ্চিত্রের শুটিং শুরুর অনুমতি দেওয়া হলেও করোনাভাইরাসে ঝুঁকির মধ্যে শিগগিরই শুটিং শুরু হবে কিনা তা নিয়েও শঙ্কায় রয়েছেন চলচ্চিত্রকর্মীরা।

চিত্রনির্মাতা বাসু চ্যাটার্জির মৃতু্য

বিনোদন ডেস্ক

ভারতীয় চলচ্চিত্র পরিচালক-চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায়ের জীবনাবসান। ছোটি সি বাত, রজনীগন্ধা, বাতো বাতো ম্যায়, এক রুকা হুয়া ফ্যায়সলা এবং চামেলি কি শাদির মতো ছবি তৈরি করেছেন তিনি। বৃহস্পতিবার মুম্বাইয়ে প্রয়াত হলেন পরিচালক। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃতু্যকালে বয়স হয়েছিল ৯৩ বছর।

পরিচালক এবং ভারতীয় ফিল্ম ও টেলিভিশন পরিচালক অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পন্ডিত টুইট করে জানিয়েছেন এই খবর। তিনি লেখেন, 'কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বাসু চ্যাটার্জির প্রয়াণে আমরা গভীরভাবে দুঃখিত। আজ (গতকাল) দুপুর ২টায় সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। তার মৃতু্যতে সিনেমার জগতের অপূরণীয় ক্ষতি হবে। আমাদের আপনাকে মনে পড়বে।'

পরিচালকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি লেখেন, 'বর্ষীয়ান ও কিংবদন্তি পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমরা শোকাহত। ছোটি সি বাত, রজনীগন্ধা, ব্যোমকেশ বক্সী, রজনীর মতো ছবি উপহার দিয়েছেন তিনি। তার পরিবার, বন্ধু ও বিনোদন জগতের শুভানু্যধায়ীদের প্রতি সমবেদনা।'

কাজে ফিরলেন জ্যোতিকা জ্যোতি

বিনোদন রিপোর্ট

করোনাকালে অন্য সবার মতোই ঘরবন্দি সময় কাটিয়েছেন জ্যোতি। অনেক দিন দূরে ছিলেন লাইট ক্যামেরা, অ্যাকশন থেকে। সম্প্রতি সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে টিভি নাটকের শুটিংয়ের অনুমতি দিয়েছে টেলিভিশন সংশ্লিষ্ট আন্তঃসংগঠন। ১ জুন থেকে শুটিংয়ে ফিরেছেন নির্মাতা, কলাকুশলীরা। এরমধ্যে স্বাস্থ্যবিধি মেনে বুধবার থেকে বকুলের সংসারে ফিরেছেন জ্যোতি। তিনি জানালেন, মাতৃস্বাস্থ্যের ওপর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রযোজনায় নির্মিত হচ্ছে টিভি ফিকশন। 'বকুলের বিবাহ' ও 'বকুলের সংসার' ?দুই ভাগে নির্মিত হচ্ছে এটি। বুধবার পূবাইলে নাটকটির শুটিংয়ে অংশ নিচ্ছেন জ্যোতিকা জ্যোতি। মাসুম রেজা রচিত এ নাটক পরিচালনা করছেন ফখরুল আরেফীন খান। জ্যোতি বলেন, 'ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য মনটা অস্থির হয়েছিল। অবশেষে অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। মানসম্মত এবং নিরাপদ ইউনিট ছাড়া করোনাকালে কাজ করা ঝুঁকিপূর্ণ। এই কাজটা সব মিলিয়ে হয়ে গেল। ?আমি একজন স্বাস্থ্যকর্মীর ভূমিকায় অভিনয় করছি এখানে, যার মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতাসমূহ তুলে ধরা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<101365 and publish = 1 order by id desc limit 3' at line 1