logo
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০, ১৮ আষাঢ় ১৪২৬

  বিনোদন ডেস্ক   ৩০ জুন ২০২০, ০০:০০  

টু্যইটারে তাপসীর ক্ষোভ

টু্যইটারে তাপসীর ক্ষোভ
তাপসী পান্নু
লকডাউনে সেলেব্রিটিদের আকাশ ছোঁয়া বিদু্যতের বিল। আর তা নিয়ে সরগরম নেটদুনিয়া। তাপসী পান্নু, বীর দাস, দিনো মোরিয়ার মতো অনেকেই জুন মাসের ইলেকট্রিক বিল নিয়ে সরব হয়েছেন। জুন মাসে তাপসীর বিল এসেছে ৩৬ হাজার টাকা! টুইটারে এ নিয়ে পোস্ট করেন তাপসী। আর তারপর দেখা যায়, একা তিনি নন, পোস্ট করেছেন আরও অনেকেই।

জুন মাসের ইলেকট্রিক বিলের একটি স্ক্রিনশট পোস্ট করেছেন তাপসী। তার সঙ্গে এপ্রিল ও মে মাসের বিলের ছবিও পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে এপ্রিলে তার বিল এসেছিল ৪ হাজার ৩৬০ টাকা। মে মাসে ৩ হাজার ৮৫০ টাকা ইলেকট্রিক বিল এসেছিল তাপসীর। কিন্তু জুন মাসে সেই বিল কিনা এক লাফে বেড়ে দাঁড়াল ৩৬ হাজার টাকা! তিনটি বিলের ছবি পোস্ট করে তাপসী লিখেছেন, '৩ মাস ধরে লকডাউন চলছে। আমি ভাবছি এমন কী জিনিস এর মধ্যে কিনলাম বা ব্যবহার করলাম যার জন্য গত মাসে আমার ইলেকট্রিক বিল এত এলো!'

কেন এত টাকা ইলেকট্রিক বিল এলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে