logo
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০, ১৮ আষাঢ় ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ০১ জুলাই ২০২০, ০০:০০  

২০ বছর পর গান

২০ বছর পর গান
শম্পা রেজা
টিভি পর্দায় অভিনেত্রী হিসেবে বেশি পরিচিত। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও গানেও সুখ্যাতি রয়েছে তার। সবশেষ ২০ বছর আগে একটি একক অ্যালবাম প্রকাশ হয় শম্পা রেজার। এরপর অভিনয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েন। মাঝেমধ্যে উপস্থাপনায় দেখা গেলেও গান নিয়ে শ্রোতাদের মধ্যে হাজির হননি তিনি। তবে করোনাকালে নতুন খবর দিলেন তিনি। ২০ বছর পর প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান। শম্পা রেজা বলেন, অভিনয় করলেও গানের সঙ্গেই থাকা হয় আমার। গান ছাড়িনি কখনই। গানের চর্চা করার পাশাপাশি শেখানোর কাজও করে যাচ্ছি। তবে গান প্রকাশ করা কেবল হয়ে ওঠেনি। নতুন গান প্রকাশের জন্য অনেকের অনুরোধ ও উৎসাহ পেলাম। তাই ২০ বছর পর গান প্রকাশ করছি। শিগগিরই কয়েকটি গান প্রকাশ করার ইচ্ছা আছে বলেও জানালেন এ অভিনেত্রী। শম্পা রেজা বাংলাদেশ বেতারের নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। শনিবার থেকে তিনি চারটি ছোট নাটকের রেকর্ডিং শুরু করেছেন বেতারের সদর দপ্তরে। নির্মিত হচ্ছে সামাজিক প্রেক্ষাপট নিয়ে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে