logo
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০, ১৮ আষাঢ় ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ০১ জুলাই ২০২০, ০০:০০  

ভুল ভাঙালেন মাহী

ভুল ভাঙালেন মাহী
মাহিয়া মাহী
চিত্রনায়িকা মাহিয়া মাহী সংসার নিয়ে শোবিজে গত এক বছরে অনেক চর্চা হয়েছে। অনেকের মুখে শোনা গেছে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে 'ডিভোর্স' হয়েছে। বিষয়টি গণমাধ্যমে বারবার অস্বীকার করেছেন মাহী। অবশেষে সমালোচলকদের মুখ বন্ধ করলেন মাহী নিজেই। সোমবার রাত আড়াইটায় নিজের ফেসবুক আইডিতে অপুকে জড়িয়ে ধরা একটি ছবি প্রকাশ করেন মাহী। 'ঢাকা অ্যাটাক' ছবিটি করার সময়ে এই ছবিটি প্যারিসে তোলা। এমনকি মাহীর হোয়াটস অ্যাপে শ্বশুরের সঙ্গে ছবি দেওয়া হয়েছে। ফেসবুকের ছবির ক্যাপশন মাহী লিখেছেন, আমরা দুজন পারফেক্ট মানিকজোড়। এ ক্যাপশনের পর কমেন্টস বক্সে তোলপাড় শুরু হয়েছে। কমেন্টসে শুভকামনার পাশাপাশি দোয়া করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, তাহলে কী মান-অভিমান ভাঙলো মাহী-অপুর।

\হ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে