logo
শনিবার, ০৮ আগস্ট ২০২০, ২৪ শ্রাবণ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ০৮ জুলাই ২০২০, ০০:০০  

চলে গেলেন হারিশ শাহ

বলিউড অঙ্গনে আরেক শোকের খবর। বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক হারিশ শাহ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল খবরে জানিয়েছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে নিজ বাসভবনে মারা গেছেন হারিশ শাহ। তিনি বলিউডের অন্যতম বড় প্রযোজক ছিলেন। তার প্রযোজিত ছবির তালিকায় রয়েছে 'কালা সোনা', 'মেরে জীবন সাথি', 'ধন দৌলত', 'জলজলা', 'জাল : দ্য ট্র্যাপ', 'হোটেল', 'রাম তেরে কিতনে নাম' ইত্যাদি।

হারিশ শাহ 'আব ইনসাফ হোগা' ও 'দিল অউর মহাব্বত'-এর মতো হিট ছবিও প্রযোজনা করেছেন। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন তিনি। ক্যানসার নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন, নাম 'হোয়াই মি?' চলচ্চিত্রটি রাষ্ট্রপতি পুরস্কার লাভ করে।

হারিশ শাহর প্রযোজক ভাই বিনোদ শাহ জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ের পবন হংস শ্মশানে প্রয়াতের শেষকৃত্য হয়েছে। তার মৃতু্যতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্র অঙ্গনে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে