logo
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০, ২০ শ্রাবণ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১৩ জুলাই ২০২০, ০০:০০  

আবেগাপ্লুত সারা আলি

আবেগাপ্লুত সারা আলি
সারা আলি খান

বলিউড অভিনেত্রী সারা আলি খানের সিনেদুনিয়ার প্রথম নায়ক সদ্য প্রয়াত সুশান্ত সিং রাজপুত। স্বাভাবিকভাবেই সুশান্তের আত্মহত্যা সারাকে মর্মাহত করেছে। এতদিন এ নিয়ে কোনো টুঁ শব্দ না করলেও এবার আর চোখের জল ও আবেগ সামলাতে পারেননি। সম্প্রতি মুক্তি পাওয়া সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'র ট্রেলার দেখে রীতিমত আবেগে আপস্নুত হয়ে পড়েন সারা। সুশান্তের দিল বেচারার ট্রেলার দেখে তা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন সারা আলি খান। দিল বেচারায় সুশান্তকে শেষবারের মতো দেখা যাবে বলেও মন্তব্য করেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী। একই সঙ্গে নিজের প্রথম সিনেমা 'কেদারনাথ'-এর সঙ্গী সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বেশ কিছু স্মৃতিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃতু্যর পর মন থেকে ভেঙে পড়েছেন সারা আলি খান। সুশান্তের এমন অবেলায় চলে যাওয়াকে এখনো মেনে নিতে পারছেন না বলেও মন্তব্য করেন সাইফ-কন্যা। সারার -মতো দিল বেচারার ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সুশান্তের স্মৃতিতে চোখে জল চলে আসে ভক্তদের। দিল বেচারার গল্পে সুশান্ত যেভাবে ক্যানসার আক্রান্ত কিজি বসুকে সামলান, তা দেখে আবেগে ভেসে যান নেটিজেনরা। সুশান্তের শেষ ছবি দিল বেচারার ট্রেলার দেখে আবেগঘন হয়ে পড়েন সেলেবদের একাংশও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে