logo
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০, ২০ শ্রাবণ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১৩ জুলাই ২০২০, ০০:০০  

সুশান্তের শেষ সিনেমার নাচের ভিডিও ভাইরাল

সুশান্তের শেষ সিনেমা 'দিলবেচারা' নিয়ে দর্শকের আগ্রহের শেষ নাই। এর আগে সিনেমাটির টিজার দেখে উচ্ছ্বসিত হয়েছেন দর্শক। সুশান্তের অভিনয় দেখে ইমশনাল হয়ে গেছেন অনেকেই। এবার প্রকাশ হয়েছে এই সিনেমার টাইটেল গানের ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বাজছে দিলবেচারার টাইটেল ট্র্যাক। আরও শুটিংয়ের আগে অনুশীলন করছেন সুশান্ত। তাকে নির্দেশনা দিচ্ছেন কোরিওগ্রাফার ফারহা খান। সবার প্রিয় সুশান্তও ফারহানের নির্দেশমত পারফর্ম করার চেষ্টা করছেন। সুশান্তের 'দিল বেচারা'র টাইটেল ট্র্যাকের এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কোরিওগ্রাফার ফারহা খান নিজেই। ভিডিওর সব শেষে মজা করে কোরিওগ্রাফার ফারহার হাতে চুম্বন করতেও দেখা যায়, তার বাধ্য ছাত্র সুশান্তকে। ফারহা খান এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, 'কখনও কখনও এই স্মৃতিগুলো থেকে বের হয়ে আসা যায় না। কারণ, এই স্মৃতিগুলো একটা সুন্দর গল্পকে মনে করায়, যেটা কখনও শেষ হয়ে যাবে, আমরা ভাবতেও পারিনি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে