শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সালমান শাহের গানে পরীমনি

বিনোদন রিপোটর্
  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
পরীমনি

ঢালিউডের রাজপুত্র সালমান শাহ ও মহানায়িকা শাবনূর অভিনীত ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তারই নাম প্রেম’ কালজয়ী একটি গান। কারণ এই গানের কথা ও সুর আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল সালমানের মৃত্যুর ৪১ দিন পর অথার্ৎ ১৯৯৬ সালের ১৮ অক্টোবর। জাকির হোসেন রাজুর লেখা, আবু তাহেরের সুর ও সংগীতে সাবিনা ইয়াসমীন ও আগুনের গাওয়া গানটি তখন আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় ২২ বছর পর সেই গান আবারো বড়পদার্য়। আর সেই গানে দেখা যাবে এ সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। কারণ গানটি পরীমনি অভিনীত ও শামীমুল ইসলাম শামীম পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’তে ব্যবহার করা হয়েছে। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন। গেয়েছেন কণ্ঠশিল্পী ইমরান ও খেয়া। গানের ভিডিওতে পরীমনির সঙ্গে আছেন ছবির নায়ক আরজু।

গত বুধবার অমর নায়ক সালমান শাহকে উৎসগর্ করে এ গানটি লাইভ টেকনোলজির ইউটিউবে প্রকাশ করা হয়। গানটি এরইমধ্যে এক লাখের বেশি দশর্ক পছন্দ করেছেন। গুণী নিমার্তা জাকির হোসেন রাজু বলেন, ‘আমি সত্যিই আজ অনেক বেশি আনন্দিত, গবির্ত। বাইশ বছর আগের গান এই সময়ের উপযোগী করে চমৎকারভাবে করা হয়েছে। ইমরান এবং খেয়া অসাধারণ গেয়েছেন।’

পরিচালক শামীম বলেন, ‘রাজু ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। গানটি আমাকে নতুন করে করতে দিয়ে তিনি বিশাল হৃদয়ের পরিচয় দিয়েছেন। ছবিটি আসছে ৫ অক্টোবর মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি।’ ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে মিশা সওদাগর, আলীরাজসহ আরো অনেকে অভিনয় করেছেন। ওয়ান স্টার মুভিজ ইন্টা.-এর ব্যানারে এ ছবিটি প্রযোজনা করেছেন মোজাম্মেল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<11175 and publish = 1 order by id desc limit 3' at line 1