বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমকাম বৈধতায় উচ্ছ¡সিত বলিউড

বিনোদন ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
করন জোহর

সমকামিতার বৈধতা নিয়ে ভারতের সবোর্চ্চ আদালত ঐতিহাসিক মামলার রায় দিয়েছে গতকাল। আদালত থেকে জানানো হয়েছে, সমকামিতা কোনো অপরাধ নয়। একই সঙ্গে বাতিল হলো ভারতীয় দÐবিধির ৩৭৭ ধারা। ব্রিটিশ আমলের আইন অনুযায়ী অস্বাভাবিক যৌনতা অপরাধ, সে আদেশই আজ বাতিল করে দিল সুপ্রিম কোটর্। আর এ রায়ে উচ্ছ¡সিত বলিউড তারকারাও।

বলিউড তারকাদের উচ্ছ¡াস নজরে পড়ছে টুইটারের মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একের পর এক ছবি পোস্ট করে টুইট করছেন অভিনেতা-অভিনেত্রীরা। ভারতের সবোর্চ্চ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্রা রায় ঘোষণা করার সময় বলেন, ‘সমলিঙ্গের প্রাপ্তবয়স্করা গোপনে সমকামী সম্পকের্ আবদ্ধ হলে তাতে দোষের কিছু নেই।’

এ আদেশ সামনে আসতেই করন জোহর লিখেছেন, ‘ঐতিহাসিক বিচার। খুব গবির্ত লাগছে নিজেকে। মানবতা নতুন অথর্ পেল। সাম্যতা ফিরে এলো। দেশ পেল নতুন অক্সিজেন।’

অজুর্ন কাপুর লিখেছেন, ‘হাওয়ায় উড়ে গেল ৩৭৭ ধারা। আইনের ওপর বিশ্বাস জন্মাল এ প্রজন্মের। আবার সঠিক বিবেচনার জয় হয়েছে। আমরা বিশ্বাস করতে পারি যে, এখনো কিছু বিবেচক বিচারক আছেন এ দেশে।’

তাপসী পান্নু লিখেছেন, ‘২০১৮ সালের আমার ভারত। সব মানুষ ও তাদের পছন্দকে স্বাগত জানানো উচিত।’

নমরত কৌর লিখেছেন, ‘সেকশন ৩৭৭ বিদায়। শুভ জন্মদিন ২০১৮। সমান ভালোবাসা, সমান বসবাস।’

স্বরা ভাস্কর লিখেছেন, ‘সেসব মানুষকে অভিনন্দন যারা ভারতীয় সংবিধানের ৩৭৭ ধারাকে আজ বাতিল করে দিলেন। ধন্যবাদ শীষর্ আদালত। এই রায় ভারতে সবার থাকার যোগ্য করে তুলল।’

‘এলজিবিটি সম্প্রদায়ের কান্নার অবসান হলো’Ñ সুপ্রিম কোটের্র রায় বেরোনোর পর বললেন সোনম কাপুর। টুইট করে তিনি লিখেছেনÑ ‘এই হলো সত্যিকারের ভারত। এ ভারতেই আমি থাকতে চাই। যেখানে ঘৃণা নেই, অসহিষ্ণুতা নেই। এই ভারতকেই আমি ভালোবাসি।’

বরুন ধাওয়ান লিখেছেন, ‘১৮৬০ সালের আইনের অবসান ঘটল। গোটা দেশের জন্য আজ গবের্র দিন। বিদায় ৩৭৭ ধারা।’

আয়ুষ্মান খুরানা লিখেছেন, ‘এ রায় দেশের জন্য নতুন আলোর মতো। ভালোবাসা রইল সবার জন্য।’

সমকামিতা কোনো অপরাধ নয়, শীষর্ আদালতের নিদেের্শর পরই অভিষেক বচ্চনও টুইট করেন এ বিষয়ে। চেতন ভগতের কথায়, ‘এই দিন ভারতের জন্য উজ্জ্বল দিন। ফের প্রমাণ করল ভারত, যে বৈচিত্র্যের মধ্যেই রয়েছে ঐক্য।’ এছাড়া দিয়া মিজার্ বলেন, ‘সমকামিতা অপরাধ নয়, সুপ্রিম কোটের্র এ নিদেের্শর পর প্রত্যেকে সমান অধিকার পাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<11176 and publish = 1 order by id desc limit 3' at line 1