logo
  • Sun, 23 Sep, 2018

  বিনোদন ডেস্ক   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

রণবীর বাজে ছেলে : আনুশকা

রণবীর বাজে ছেলে : আনুশকা
রণবীর সিং ও আনুশকা শমার্
হঠাৎ করেই গত বছর বিরাট কোহালিকে বিয়ে করে ফেলেন আনুশকা শমার্। অন্যদিকে চলতি বছরের নভেম্বরে নাকি সেই পথেই হঁাটা শুরু করবেন বঁাধবেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়–কোন জুটি। কিন্তু একটা সময় রণবীর-আনুশকার ব্যক্তিগত স¤পকের্র গল্পে মুখরিত ছিল বিটাউন। তাদের গভীর রসায়নের মধ্যে ফাটল কিভাবে ধরল, এই চলেছে নানা জল্পনা।

যদিও নিজেদের সম্পকর্ নিয়ে দুই তারকার কেউই তেমনভাবে মুখ খোলেননি। তবে এবার কণর্ জোহরের একটি চ্যাট শোতে গিয়ে দুজনেই মজার ছলে মুখ খুলেছিলেন।

কণের্র ওই শোয়ে গিয়ে হাসতে হাসতে অনুশকা বলেন, ‘জান, আমি কেন রণবীরের সঙ্গে ডেট করিনি? কারণ ও খুব বাজে ছেলে।’

প্রেমের স¤পকর্ ভেঙে যাবার পর এমন মন্তব্য নিয়ে বেশ মজার মজার কথা বলাবলি চলছে বলিমহলে। প্রসঙ্গত, ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে জুটি বঁাধেন রণবীর-অনুশকা। আর ছবির শুটিংয়েই একে অন্যের প্রেমে পড়ে যান। ওটাই ছিল রণবীরের বলিউডে অভিষেক।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি

উপরে