logo
বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

হতাশ করল লায়লা মজনু

বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘লায়লা মজনু’। ছবিতে ভালোবাসা আর উন্মাদনার নিখুঁত মিশ্রণ থাকলেও দশর্কদের মনে তা তেমন সাড়া ফেলতে পারেনি। রীতিমতো বক্স অফিসে হতাশই করল ইমতিয়াজ আলীর প্রযোজিত ছবিটি। মুক্তির প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ‘লায়লা মজনু’র বিপযর্য়। ছবিটি মুক্তির দ্বিতীয় দিনে মাত্র ৪৭ লাখ রুপি আয় করতে সমথর্ন হয়। যার ফলে ছবিটি নিয়ে এখন হতাশা রয়েছে ছবিটির পরিচালক সাজিদ আলী। বহু বছর ধরে মানুষের মুখে মুখে ফিরছে ‘লায়লা মজনু’র অমর প্রেম কাহিনী। অতি পরিচিত এই মহাকাব্যকে উপজীব্য করেই সাজিদ আলি নিমার্ণ করেছেন ‘লায়লা মজনু’ ছবিটি। ছবিটির প্রেক্ষাপট কাশ্মীর। ইমতিয়াজ আলী এবং একতা কাপুরের যৌথ প্রযোজনায় তৈরি হয় ছবিটি। যেখানে অভিনয় করেছেন নবাগত দুই তারকা অবিনাশ তিওয়ারি ও তৃপ্তি ডিমরি। ছবিটির প্রযোজক ইমতিয়াজ আলী ও একতা কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক প্রচার করছিলেন এই সিনেমার। কিন্তু পরিকল্পনামতো দশর্ক টানতে ব্যথর্ হচ্ছে ছবিটি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে