logo
রোববার ১৬ জুন, ২০১৯, ২ আষাঢ় ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

ডি-লিট পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

ডি-লিট পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়
ভারতের কিংবদন্তি অভিনেতা, নাট্যব্যক্তিত্ব ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়কে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য সাম্মানিক ডি-লিট প্রদান করেছে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন ৩-এ আয়োজিত বিশেষ সমাবতর্ন উৎসবে এ গুণী অভিনেতার হাতে এই সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অনুরাধা লোহিয়া। ডি-লিট গ্রহণের পর সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, আমার অভিনয় যদি একজনের মুখেও হাসি ফুটিয়ে থাকে, যদি একজনকেও বেঁচে থাকতে সাহায্য করে থাকে, সেটাই আমার শিল্পীসত্তার বড় প্রাপ্তি। সৌমিত্র চট্টোপাধ্যায় দীঘর্ ৬০ বছর চলচ্চিত্র, নাটক আর আবৃত্তির সঙ্গে যুক্ত রয়েছেন। পেয়েছেন ভারতের সাংস্কৃতিক অঙ্গনের সবোর্চ্চ বেসরকারি রাষ্ট্রীয় সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’। এ ছাড়া তিনি ৮টি বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সাম্মানিক ডি-লিট। এ ছাড়া তিনি পেয়েছেন রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মবিভ‚ষণ’, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সংগীত-নাটক একাডেমি সম্মান, ফিল্মফেয়ার পুরস্কারসহ আরও নানা সম্মান ও পদক।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে