logo
মঙ্গলবার ২৫ জুন, ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

শহজিতের পাশে আমির খান

আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমায় সাউন্ড ডিজাইনার শহজিৎ কোয়েরির সম্প্রতি হঠাৎ করেই স্ট্রোক করেন। তাড়াতাড়ি হাসপাতালেও নেয়া হয় তাকে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাউন্ড ডিজাইনার শহজিৎ কোয়েরিরকে বান্দ্রার লীলাবতী হাসপাতালেও ভতির্ করা হয়েছিল। কিন্তু আথির্ক সংকটের কারণে তার চিকিৎসা বন্ধ হয়েছিল। ভড়কে গিয়েছিলেন শহজিতের পরিবারের সদস্যরা। সবাই ভাবছে টাকা জোগাড় করার কথা। কীভাবে এই মানুষটির প্রাণ বঁাচবে এই চিন্তায় সবার যখন ঘুম হারাম ঠিক সেই সময় তাদের পাশে এসে দঁাড়ান বলিউড সুপার স্টার আমির খান।

বান্দ্রার লীলাবতী হাসপাতালে স্ট্রোক বোঝা গেলেও অথের্র অভাবে চিকিৎসকরা চিকিৎসা করছিলেন না। ফেলে রেখেছিলেন। এমনই অভিযোগ করেছেন শহজিতের পরিবারের সদস্যরা। বেশ কয়েক ঘণ্টা তাকে এইভাবে ফেলে রাখা হয়েছিল। তারপরই পরিবারে লোকেরা আমির খানের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনা জানার পরেই আমির খানের উদ্যোগে সঙ্গে সঙ্গে তাকে লীলাবতী হাসপাতাল থেকে সরিয়ে আন্ধেরির ধীরুভাই আম্বানির হাসপাতালে নিয়ে আসা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে