logo
শুক্রবার, ০৫ জুন ২০২০, ২২ জ্যৈষ্ঠ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

সবাির্ধক আয় করা অভিনেত্রী স্কারলেট

সবাির্ধক আয় করা অভিনেত্রী স্কারলেট
স্কারলেট জোহানসন
বিশ্বের সবাির্ধক আয় করা অভিনেত্রীদের তালিকার শীষের্ রয়েছেন স্কারলেট জোহানসন। স¤প্রতি হলিউড তারকা ফোবর্স সাময়িকীর বিশ্বের সবাির্ধক আয় করা অভিনেত্রীদের তালিকা করেছে। সেখানে গত এক বছরে স্কারলেটের আয় ৪০ দশমিক ৫ মিলিয়ন ডলার। এই আয় তার আগের বছরের আয়ের চারগুণ। ‘অ্যাভেঞ্জাসর্ : ইনফিনিটি ওয়ার’ ফিল্ম থেকে তিনি এই আয় করেছেন। এরপরেই আছেন অ্যাঞ্জেলিনা জোলি। তিনি প্রধানত ‘ম্যালেফিসেন্ট’ ফিল্মটি থেকে ২৮ মিলিয়ন ডলার আয় করে দ্বিতীয় স্থানে আছেন। জেনিফার অ্যানিস্টন এমিরেটস এবং আরও দুটি ব্র্যান্ড থেকে আয় করেছেন ১৯ দশমিক ৫ মিলিয়ন ডলার, তার অবস্থান তৃতীয়। ‘এক্স-মেন’ সিরিজ এবং ক্রিস্টিয়ান ডিয়র ব্র্যান্ড থেকে ১৮ মিলিয়ন ডলার আয় করে চতুথর্ স্থানে আছেন জেনিফার লরেন্স।

১৬ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করে এরপর আছেন রিস উইদারস্পুন। ছয় থেকে ৮ নম্বর অবস্থানে আছেন যথাক্রমে কেইট বানচেট, মেলিসা ম্যাকাথির্ এবং গ্যাল গ্যাডট।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে