শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গানের ভুবনে ফের ঈশিতা

বিনোদন রিপোটর্
  ১০ অক্টোবর ২০১৮, ০০:০০
রুমানা রশিদ ঈশিতা

প্রায় ১৭ বছর পর গানের ভুবনে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী রুমানা রশিদ ঈশিতা। নতুন একটি মৌলিক গানের মাধ্যমেই তিনি সুরের ভুবনে নতুন করে পদাপর্ণ করছেন। সঙ্গে থাকছে সময়ের চাহিদা অনুযায়ী দারুণ একটি মিউজিক ভিডিও। আগামীকাল চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ঈশিতার এই গান। শিরোনাম ‘তোমারই জানালায়’। গানের কথা লিখেছেন সোহেল আরমান আর সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। গানে ফেরা প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘অনেক দিন ধরে গান করার ব্যাপারটি নিয়ে ভাবছিলাম। চচার্ও করেছি। একটা পযাের্য় গানটি তৈরি হয়। এই গানে মানুষ তার জীবনের গল্প খুঁজে পাবে।’

গানটিতে ঈশিতা কণ্ঠ দিয়েছেন ঈদুল আজহার আগে। পপকনের্র ব্যানারে স¤প্রতি গল্পনিভর্র এই গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিওতে অভিনয়ও করেছেন ঈশিতা। নতুন গান প্রকাশের অনুভ‚তি জানতে চাইলে তিনি বলেন, ‘একটু ভয় পাচ্ছি। কিন্তু এটাও ঠিক, অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছি। এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই প্রতিটা ধাপে অনেক যতœ করেছেন, পরিশ্রম করেছেন। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

অভিনয়, গান, নাচ, লেখালেখি, পরিচালনা-সংস্কৃতির নানা শাখায় ঈশিতার বিচরণ। সবকিছু ছাপিয়ে সবার কাছে তার অভিনেত্রী পরিচয়টা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইদানীং অভিনয়েও অনিয়মিত তিনি। তার মতে, ‘‘অভিনয় করার মতো পযার্প্ত সময় এই মুহূতের্ আমার নেই। হঠাৎ হঠাৎ সময় পেলে তবেই করি। গেল ঈদে ‘পাতা ঝরার দিন’ ও ‘কাঠপেনসিল’ নাটক দুটি ছিল তেমনই কাজ। তবে সব কাজ শেষ করার পর বাসায় থাকি। যে সময়টুকু পাই, তাতে গানের চচার্ ভালোভাবে করতে পারি। সেটাই করে যাচ্ছি। গানের চচার্ আমি আগেও করতাম। দুই বছর ধরে খুব সিরিয়াসলি চচার্টা চালিয়ে যাচ্ছি।’’

ঈশিতা জানান, ছোটবেলায় ১৩ বছর ধরে ওস্তাদ ওমর ফারুকের কাছে খেয়ালের তালিম নিয়েছেন। একই বিষয়ে ওস্তাদ সঞ্জীব দের কাছে আরও আট বছর তালিম নিয়েছেন। ঈশিতা বললেন, ‘আমি নজরুলসংগীত আর রবীন্দ্রসংগীত কখনোই শিখিনি। পিওর ক্লাসিক্যাল শিখেছি। নাচের ক্ষেত্রেও আমি শিবলী মহম্মদের কাছে পিওর ক্লাসিক্যাল শিখেছি। নাচ আর গান দুটোরই ক্লাসিক্যাল শেখার কারণে বাকি শাখাগুলোয় বিচরণ করতে কোনো সমস্যা হয় না।’

১৯৮৮ সালে ‘নতুন কুড়ি’র ছড়াগানে প্রথম পুরস্কার অজর্ন করেন। এক বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান সারগাম থেকে ছড়াগানের একটি অ্যালবামও প্রকাশিত হয়। ২০০১ সাল পযর্ন্ত আরও চারটি গানের অ্যালবাম প্রকাশিত হয়। সব কটিই ছিল সাউন্ডটেকের ব্যানারে। এর মধ্যে শওকাতের সুর ও সংগীতে এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত ঈশিতা, কানিজ সুবণার্ ও মিমির গাওয়া ‘কুলসুম’ অ্যালবামটি বেশ আলোচিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<16650 and publish = 1 order by id desc limit 3' at line 1