শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘ম্যাকবেথ’-এর টানা ৮ শো

বিনোদন রিপোটর্
  ১০ অক্টোবর ২০১৮, ০০:০০

নতুন উদ্ভাবনার অভিনবত্বে পরিপূণর্ সৃজনশীল নাট্যচচার্, শিক্ষাদানের বৈচিত্র্যময় পদ্ধতি, নাট্যভাষার ভেতর দিয়ে জীবন ও পৃথিবীকে নতুনভাবে আবিষ্কার করাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের লক্ষ্য। এই বিভাগের প্রযোজনায় উইলিয়াম শেক্সপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত মহাকাব্যিক নাটক ‘ম্যাকবেথ’ মঞ্চে এসেছে। নিদের্শনা দিয়েছেন বিভাগের অধ্যাপক ও উপমহাদেশের বহুমাত্রিক নাট্যব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন। এমএ সমাপনী সেমিস্টারের শিক্ষাথীর্ অভিনীত ‘ম্যাকবেথ’ নাটকটি নাটমÐলে টানা ৮টি শোর মাধ্যমে যাত্রা শুরু করছে। গতকাল ছিল প্রথম প্রদশর্নী। আজ, আগামীকাল ও ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় এবং ১২ ও ১৩ অক্টোবর বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায় বাকি প্রদশর্নীগুলো হবে।

নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন উপমহাদেশের খ্যাতনামা নিদের্শক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। যার পরিকল্পনা সহযোগিতায় আছেন বিভাগীয় শিক্ষক তানভীর নাহিদ খান ও মহসিনা আক্তার। এছাড়া এমএ ছাত্রছাত্রীদের পাশাপাশি অনাসর্ ২য়, ৪থর্ ও ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষাথীর্রাও অভিনয় ও ডিজাইনে অংশ নেয়ায় প্রযোজনাটির সৃষ্টিপ্রক্রিয়া যেন বিভাগের ছাত্র-শিক্ষক-কমর্কতার্-কমর্চারী সকলের শ্রম-শিক্ষণ-প্রশিক্ষণ-উদ্ভাবনের যৌথ উদযাপন-চিহ্নে পরিণত হয়েছে।

নাটকটি প্রসঙ্গে অধ্যাপক ড. ইসরাফিল শাহীন বলেন, ‘এই আততায়ী সময়ে আমাদের জীবন, দেশ, পৃথিবীর অন্তগর্ত বিপন্নতা যেন হত্যা ও রক্তে পরিপ্লুত ম্যাকবেথের মতো রাজনৈতিক-মনস্তাত্তি¡ক নাটকটিতে শেক্সপিয়রীয় স্থান-কালরহিত এক অমোঘ ভাষায় ফুটে উঠেছে। আমরা যা করে ফেলি আর আমাদের নৈতিক মূল্যবোধ অথার্ৎ কমর্ ও মমর্Ñএ দুয়ের সংঘষর্ই যেন ম্যাকবেথ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<16663 and publish = 1 order by id desc limit 3' at line 1