logo
মঙ্গলবার ২৫ জুন, ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১০ অক্টোবর ২০১৮, ০০:০০  

হাসপাতালে দিলীপ কুমার

হাসপাতালে দিলীপ কুমার
ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ফের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভতির্ হয়েছেন। রবিবার রাতে ৯৫ বছর বয়সী এই নায়ককে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভতির্ করা হয়েছে। গণমাধ্যমে খবরটি গতকাল প্রকাশ হয়। এ বিষয়ে দিলীপ কুমারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘আপনাদের জানাতে চাই, গত রাতে দিলীপ কুমারকে হাসপাতালে ভতির্ করা হয়েছে। তার নিউমোনিয়ার চিকিৎসা চলছে। প্রাথর্না করুন টুইটারে তার খবর আপনাদের জানানো হবে।’ গত সপ্তাহে দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু পিটিআইকে জানান, বাড়িতেই ডাক্তার এবং নাসর্ দিলীপ কুমারের দেখাশোনা করছেন। গত বছরের শেষে নিউমোনিয়ার কারণে এ অভিনেতাকে হাসপাতালে যেতে হয়। তারপর কিডনি জটিলতায় তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে