শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছোটপদার্র অনুষ্ঠানমালা

নতুনধারা
  ০৩ জুলাই ২০১৮, ০০:০০

এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ডুগডুগি’। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার প্রচার হচ্ছে। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, এজাজুল ইসলাম, আজমেরী হক বঁাধন, মিশু সাব্বির, মৌটুসী বিশ্বাস, আব্দুলাহ রানা, শাহনাজ খুশী, শাহেদ আলী সুজন, শামীমা নাজনীন, শমীর্মালা, মুকুল সিরাজ, সিফাত সেহরিন, সাজ্জাদ হুসাইন, হায়দার কবীর মিথুন, শফিক মুক্তা, আল আমিন সবুজ প্রমুখ

বাংলাভিশনে প্রতি রোব ও সোমবার রাত ৮টা ১৫মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রোড নাম্বার ৭, বাড়ি নাম্বার ১৩’। আজাদ আবুল কালামের রচনা ও রুলীন রহমানের পরিচালনায় নাটকটিতে রিচি ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, ইন্তেখাব দিনার, সুজানা জাফর, আজাদ আবুল কালাম, তানিয়া হোসাইন, শম্পা রেজা, আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, আফরোজা বানু, দিহান, শাহাদাৎ প্রমুখ

স্টার জলসায় আজ রাত ১১টায় প্রচার হবে মেগা সিরিয়াল খোকাবাবু। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে সোম থেকে শুক্রবার নিয়মিত প্রচার হচ্ছে

বৈশাখী টিভিতে আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রসের হাড়ি’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, অহনা, নাজিরা মৌ, সাঈদ বাবু, ডা. এজাজ, ম ম মোশের্দ, অরিনা, সানজিদা তন্বি, আ.খ.ম. হাসান, সিদ্দিকুর রহমান প্রমুখ

জি বাংলায় প্রতি সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে মেগা সিরিয়াল ‘সীমারেখা’। শাশ্বতী ঘোষের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন যৌথভাবে সুমন ও অমিত দাস। দুই মেরুর দুই বোনের জীবনকাহিনী নিয়ে নিমির্ত হয়েছে এই ধারাবাহিক নাটকটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী ইন্দ্রানী হালদার

আরটিভিতে প্রতি সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’। মীর সাব্বির পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন- এটিএম শামসুজ্জামান, ডলি জহুর, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, আলীরাজ, মীর সাব্বির, রওনক হাসান, ফারুক আহমেদ, নাজনীন হাসান চুমকি, অহনা, নিশা প্রমুখ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে