logo
মঙ্গলবার ২৫ জুন, ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬

  বিনোদন রিপোটর্   ১১ অক্টোবর ২০১৮, ০০:০০  

অপুর অন্যরকম জন্মদিন

অপুর অন্যরকম জন্মদিন
অপু বিশ্বাস
আজ চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন। তবে এবার আর একান্ত ঘরোয়া পরিবেশে নয়, জন্মদিনটা অনেকটাই অন্যরকমভাবে কাটাতে হচ্ছে তাকে। ব্যস্ততার মধ্য দিয়েই দিনটি কাটবে উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘অন্যান্য বছরের জন্মদিনের চেয়ে আমার এবারের জন্মদিন একটু বেশিই ব্যস্ততায় কাটবে। জন্মদিন নিয়ে কিছু পরিকল্পনার কথা আমি আগে থেকেই অবগত। আবার কিছু পরিকল্পনা আমাকে জানতে দেয়া হচ্ছে না। চমক হিসেবে রেখে দেয়া হয়েছে। বিষয়টা আমি ভীষণ উপভোগ করছি। সবাই আমাকে এতো ভালোবাসেন সেটা জন্মদিন আসলে যেন একটু বেশিই উপলদ্ধি করি আমি।’

অপু বিশ্বাসের কাছ থেকে জানা গেল, আজ দিনের প্রথম প্রহরেই নিজের সন্তান জয়কে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটবেন তিনি। দুপুর ১২টা ৩০মিনিটে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ এ অংশ নিচ্ছেন তিনি। বিকেলে ভক্ত অনুসারীদের আয়োজনেও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অপু । আবার সন্ধ্যায় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউসনে একটি অনুষ্ঠানে পারফমর্ করবেন তিনি। এছাড়াও বন্ধু ইভান শাহরিয়ার সোহাগ আলাদাভাবে তার জন্মদিনের বিশেষ একটি আয়োজন করছেন বলেও জানান অপু বিশ্বাস।

এদিকে আগামী ১৩ অক্টোবর সকালের ফ্লাইটে সন্তান জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু বিশ্বাস। ১৪ অক্টোবর সেখানে একটি শো’তে পারফমর্ করবেন তিনি। ফিরবেন ১৭ অক্টোবর। অপু বিশ্বাস বলেন, ‘স্টেজ শোর পর জয়কে নিয়ে সিঙ্গাপুরে ঘুরবো। অনেক দিনের ইচ্ছে ছিল জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর বা অন্যান্য দেশে যাওয়ার। অবশেষে যেতে পারছি, এটাই অনেক ভালোলাগার।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে