logo
বৃহস্পতিবার ২০ জুন, ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১১ অক্টোবর ২০১৮, ০০:০০  

ফিরছেন সুস্মিতা

ফিরছেন সুস্মিতা
সুস্মিতা সেন
২০১০ সালে ‘নো প্রবলেম’ ছবিতে অনিল কাপুরের সঙ্গে কাজ করার পর আর বলিউডের রুপালি পদার্য় দেখা যায়নি সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা সুস্মিতা সেনকে। এর ফঁাকে অবশ্য কলকাতার গুণী নিমার্তা সৃজিত মুখাজির্র ‘নিবার্ক’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এটিই ছিল তার অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র। এছাড়া বিজ্ঞাপন, ফ্যাশন শো, বিভিন্ন জনসচেতনতামূলক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিলেন গø্যামারাস এই তারকা। ফলে তার ভক্তরা ধরেই নিয়েছিলেন হয়তো রুপালি পদার্ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এই তারকা। সেই জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী। মধ্যপ্রদেশের একটি ঘটনা অবলম্বনে ক্রাইম ড্রামা থ্রিলার ছবিটিতে একজন নারী পুলিশের চরিত্রে দেখা মিলবে সুস্মিতার। এ ছবির মাধ্যমে দীঘর্ ৮ বছর পর আবারও রুপালি পদার্য় ফিরছেন তিনি।

এর আগে ২০০৩ সালে ‘সময়’ ছবিতে পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল সুস্মিতাকে। তবে এবারের চরিত্রটি আগেরটি থেকে একেবারেই ভিন্ন হবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। আগের মতো বলিউডের রুপালি পদার্য় তিনি নিজেকে মেলে ধরবেন বলে আশাবাদী ভক্তরা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে