logo
শুক্রবার ২১ জুন, ২০১৯, ৭ আষাঢ় ১৪২৬

  বিনোদন রিপোটর্   ১১ অক্টোবর ২০১৮, ০০:০০  

ইমরানের সঙ্গে ভারতীয় মডেল দশর্না

ইমরানের সঙ্গে ভারতীয় মডেল দশর্না
ইমরান ও দশর্না বনিক
ভারতের অনেক মডেল-অভিনেত্রীর সঙ্গেই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠখ্যাত গায়ক ইমরান। এবার তার সঙ্গে যুক্ত হলেন ভারতীয় মডেল-অভিনেত্রী দশর্না বনিক। ‘মেঘের ডানায়’ শিরোনামের ইমরানের নতুন গানের মিউজিক ভিডিওতে পারফমর্ করেছেন দশর্না। গানটি প্রকাশ করছে ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন সৈয়দ নাফিস। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও মধুবন্তী বাগচী। আর সংগীত পরিচালনা করেছেন এলএমজি বিটস (সৈয়দ নাফিজ, শুভ্র রাহা)। ভারতের ভিডিও নিমার্তা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সুশাভান দাস। পুরো গানের দৃশ্য ধারণ করা হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে। আগামী ১৮ অক্টোবর, বৃহস্পতিবার ধ্রæব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘মেঘের ডানায়’ গানটি।

ইমরান বলেন, ‘প্রেমের চিরচেনা, তবে সবসময় সতেজ অনুভূতির ছেঁায়া পাবেন শ্রোতা এবং দশর্ক এই গানে। দশর্না আমার পছন্দের একজন অভিনেত্রী। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গানে মডেল হলেন তিনি। আশা করছি গানটির ভিডিওটিও ভালো লাগবে সবার।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে