logo
বৃহস্পতিবার ২০ জুন, ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১২ অক্টোবর ২০১৮, ০০:০০  

ব্রাডপিটকে ভুলতে পারছেন না জোলি!

ব্রাডপিটকে ভুলতে পারছেন না জোলি!
অ্যাঞ্জেলিনা জোলি
সংসার ভেঙে গেলেও তার রেশ রয়ে যায়। তাই যেন প্রমাণ করলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। সাবেক স্বামী ব্রাড পিটের সঙ্গে সম্পকের্র ইতি টেনেছেন প্রায় তিন বছর হয়ে গেল। তবুও ব্রাডকে কারও সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখলে নাকি কান্না আসে জোলির। সম্প্রতি তিনি নিজেই জানালেন এমন তথ্য।

বেশ কিছুদিন আগেই শুটিং সেটে সহ-অভিনেত্রী মাগাের্রট কোয়ালিকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছেন ব্রাড পিট। আর সে দৃশ্যটি ম্যাগাজিনের পাতায় দেখে খুব কষ্ট পেয়েছিলেন জোলি। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন তিনি।

জোলি বলেন, ‘ব্রাডের সঙ্গে কাজ করার দিনগুলো মনে পড়ে যায়। যখন আমরা একসাথে কাজের বিরতি নিতাম বা কখনো আমি বিশ্রাম নিতাম আর সে কাজ করে যেত, আমি তাকে সাহায্য করতাম। সেসব কিছুই এখন স্মৃতি। তবুও মাঝে মাঝে যখন অন্য কারো সঙ্গে তাকে ঘনিষ্ঠ হতে দেখি ব্যাপারটা মেনে নিতে কিছুটা কষ্ট হয়।’

কিন্তু তাই বলে মাত্র ২৩ বছর বয়সী মাগাের্রটকে নিয়ে ঈষাির্ন্বতও নন জোলি। তিনি বলেন, ‘মাগাের্রট আমার চেয়ে অনেক জুনিয়র। তাকে ঈষার্র কিছু নেই। প্রত্যেকেই এখানে কাজ করতে আসে এবং নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ থাকে।

উল্লেখ্য, ব্রাড-অ্যাঞ্জেলিনা জুটির প্রথম পরিচয় হয় ২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবিতে কাজ করার সময়। সে পরিচয় গড়ায় প্রণয়ে এবং পরবতীর্ সময়ে তারা বিয়ে করেন ২০১৪ সালে। তবে সে বিয়েটা টেকেনি বেশিদিন। ২০১৬ সালে বিচ্ছেদ হয় এ তারকা জুটির। তারপর থেকেই আলাদা থাকছেন তারা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে