বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জানাজায় মানুষের ঢল

বিনোদন রিপোটর্
  ২০ অক্টোবর ২০১৮, ০০:০০
আপডেট  : ২০ অক্টোবর ২০১৮, ১০:০৫
জাতীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয় আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা

সবাইকে একা করে না ফেরার দেশে চলে গেলেন দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। গিটার জাদুকর কিংবা ব্যান্ড সংগীতের এক অভিধান! প্রায় চার দশক ধরে যার সুরের মন্ত্রণায় আকুল দেশের সব শ্রেণি-পেশার মানুষ। দেশের সবর্স্তরের মানুষের কাছে তিনি কতটা জনপ্রিয় ছিলেন, তার প্রমাণ পাওয়া গেল গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় ঈদগা ময়দান এবং চ্যানেল আই প্রাঙ্গণে। গতকাল বাদ জুমা জাতীয় ঈদগা ময়দানে আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা হয়। জানাজায় হাজারো ভক্ত অনুরাগী অংশ নেন। শ্রদ্ধা জানানো শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ জাতীয় ঈদগা ময়দানে নেয়া হয়। এরপর বাদ আছর চ্যানেল আই প্রাঙ্গণে আইয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বাংলাদেশের কিংবদন্তি এই ব্যান্ড সঙ্গীতশিল্পীর মরদেহ ফের হিমঘরে রাখা হয়েছে। আর সেখান থেকে আজ সকালে তার মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে তার মায়ের কবরের পাশে কবর দেয়ার জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে