মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
#মিটু আন্দোলন

এবার রাখির বিরুদ্ধে তনুশ্রীর মামলা

বিনোদন ডেস্ক
  ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০
তনুশ্রী দত্ত

ভারতজুড়ে এখন চলছে নিপীড়নবিরোধী ‘হ্যাশট্যাগ মিটু আন্দোলন’। বলিউডের বেশ কয়েকজন রথী-মহারথীর নাম হেনস্তাকারীর তালিকায় উঠে এসেছে। আর এ আন্দোলনের সূত্রপাত বষীর্য়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে সাবেক বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তর যৌন হেনস্তার অভিযোগ। শুধু তাই নয়, নানা পাটেকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন তনুশ্রী দত্ত। বতর্মানে মামলাটির তদন্ত চলছে।

যে আইটেম গানের শুটিং নিয়ে এত বিতকর্, সেই ‘নাতনি উতারো’ গানটিতে তনুশ্রীর পরিবতের্ তখন যুক্ত হন রাখি সায়ন্ত। এ বিতকের্র শুরুর দিকে রাখি সায়ন্ত নানার পক্ষে মত দিয়েছিলেন। বলেছিলেন, নানার সম্মানহানি করতেই তনুশ্রী ‘মিথ্যা’ অভিযোগ করছেন। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনও করেছিলেন রাখি। সংবাদ সম্মেলনে রাখি বলেন, ১০ বছর ‘কোমায়’ থেকে এখন তনুশ্রী এসেছেন শ্রদ্ধাভাজন বষীর্য়ান অভিনেতা নানা পাটেকারকে কলঙ্কিত করতে। তনুশ্রী সম্পকের্ একাধিক ‘আপত্তিকর’ মন্তব্যও করেন রাখি। বলেন, ‘তনুশ্রীর শরীরে কি সোনা-হীরা বসানো যে ছেঁায়া যাবে না? আইটেম গানের নাচে একজন ভারত আর একজন পাকিস্তানে থেকে শুটিং করবে?’

নতুন খবর হলো, রাখির অভিযোগের জবাব দিতে তনুশ্রী দত্ত তার বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানি মামলা দায়ের করেছেন। তনুশ্রীর আইনজীবী নিতিন সতপুতি গণমাধ্যমকে বলেছেন, তার মক্কেলের ‘চরিত্র ও ভাবমূতির্’ ক্ষুণœ করায় রাখি সায়ন্তর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। নিতিন এ-ও বলেন, রাখি যদি অভিযোগ প্রমাণ না করতে পারেন, তবে শাস্তি হিসেবে তিনি দুই বছরের জেল বা জরিমানা বা উভয় দÐ পেতে পারেন।

এদিকে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর ‘হাউসফুল-৪’ ছবি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন নানা পাটেকার। চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীদের সংগঠন ‘সিনটা’ তাকে অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা দিতে বলে। জবাবে সিনটাকে নানা বলেছেন, তনুশ্রীর অভিযোগ ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘বিদ্বেষপ্রসূত’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18870 and publish = 1 order by id desc limit 3' at line 1