logo
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪ ফাল্গুন ১৪২৬

  বিনোদন রিপোটর্   ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০  

বলিউডে সিয়াম-পূজা

বলিউডে সিয়াম-পূজা
দেশীয় চলচ্চিত্রের চলমান সময়ের আলোচিত দুটি নাম হলো সিয়াম আহমেদ ও পূজা চেরী। ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দশের্কর কাছে গ্রহণযোগ্যতা পান তারা। নতুন খবর হলো, এ জুটি বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নাম ‘জ্বলন’। ‘দহন’ ছবির রিমেক এটি। আর নিমার্ণ করবেন বলিউডের কোরিওগ্রাফার ও নিমার্তা জায়েস প্রধান। গতকাল মঙ্গলবার ২৩ অক্টোবর দুপুরে বিষয়টি জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ। তিনি বলেন, ‘এটা দহন ছবির রিমেক। তারা আমাদের কাছ থেকে ছবিটির কপিরাইট কিনে নিয়েছেন। মাচের্র ১৫ তারিখ থেকে শুটিং শুরু হচ্ছে মুম্বাইতে। তবে আমরা তাদের সঙ্গে প্রযোজনায় থাকব কি না, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু সিয়াম-পূজা যে অভিনয় করছে, এটা নিশ্চিত।’

বিষয়টি নিয়ে নায়ক সিয়াম বলেন, ‘ছবিটাতে অভিনয়ের বিষয়ে কথা হয়েছে। যদিও অনেক বিষয় কনফামর্ না। এ বিষয়ে আমি হানড্রেড পারসেন্ট ইনফরমেশনও জানি না। তাই এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না।’

সিয়াম আরও বলেন, ‘জায়েস প্রধান আমাদের দহন ছবিটি দেখেছেন। তিনি তারপর প্রস্তাব দিয়েছেন যে ছবিটি বলিউডে রিমেক করতে চান। এতে আমি আর পূজাই থাকব। তবে তিনি এটা রিমেক করবেন নাকি নতুন স্টোরি নিয়ে কাজ করবেন, সেটা তিনি জানেন।’

চিত্রনায়িকা পূজা এ প্রসঙ্গে বলেন, ‘আমি এ ছবিটিতে কাজ করছি। আশা করছি ভালো প্রজেক্ট হবে। দোয়া করবেন আমার জন্য।’

জানা গেছে, বলিউডের জনপ্রিয় পরিচালক রেমো ডি সুজার প্রতিষ্ঠানের ব্যানারে ছবিটি নিমার্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে