logo
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ২৩ আষাঢ় ১৪২৬

  বিনোদন ডেস্ক   ২৯ অক্টোবর ২০১৮, ০০:০০  

এবারও শীষের্ সোফিয়া ভারগারা

এবারও শীষের্ সোফিয়া ভারগারা
সোফিয়া
টেলিভিশন অভিনেত্রীদের মধ্যে গত পঁাচ বছর ধরে সবোর্চ্চ আয়কারী হিসেবে প্রথম অবস্থানে রয়েছেন কলম্বিয়ার দাপুটে টিভি অভিনেত্রী সোফিয়া। বিশ্বের টেলিভিশন জগতের সবোর্চ্চ আয়কারী অভিনেত্রীদের তালিকায় এবারও প্রথম স্থানটি নিজের করে নিয়েছেন ৪৬ বছর বয়সী এই সুন্দরী তারকা। সম্প্রতি সবোর্চ্চ আয়কারী টেলিভিশন অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে ফোবর্স সাময়িকী। সেখানেই জানা যায়, সোফিয়ার শীষর্ অবস্থানের তথ্য। চলতি বছর ৪ কোটি ২৫ লাখ মাকির্ন ডলার আয় করে সোফিয়া প্রথম স্থান দখল করেছেন।

২০১৮ সালের সবোর্চ্চ আয়কারী টিভি অভিনেত্রীর তালিকায় দ্বিতীয় অবস্থান আছেন ক্যালে কুকোর, তার আয় ২ কোটি ৪৫ লাখ মাকির্ন ডলার। তৃতীয় স্থান আছেন এলেন পম্পেও, তার আয় ২ কোটি ৩৫ লাখ মাকির্ন ডলার। চতুথর্ স্থানে রয়েছেন মারিস্কা হারগিটে, তার আয় ১ কোটি ৩০ লাখ ডলার। পঁাচ নম্বরে আছেন জুলি বোয়েন, তার আয় ১ কোটি ২৫ লাখ ডলার।

ফোবর্স জানিয়েছে, সোফিয়ার এই বিপুল পরিমাণ আয় শুধু অভিনয় থেকে আসেনি। এর সিংহভাগ এসেছে বিভিন্ন পণ্যের প্রচারদূত হিসেবে কাজ করায়। এ ছাড়া অভিনয়ের বাইরেও সোফিয়ার নিজের কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেগুলো থেকেও এসেছে মোটা অঙ্কের অথর্।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে