logo
বুধবার, ০৮ জুলাই ২০২০, ২৪ আষাঢ় ১৪২৬

  বিনোদন ডেস্ক   ৩০ অক্টোবর ২০১৮, ০০:০০  

সেরা হওয়ার খবরেই জ্ঞান হারালেন ‘মিস প্যারাগুয়ে’

সেরা হওয়ার খবরেই জ্ঞান হারালেন ‘মিস প্যারাগুয়ে’
ক্লারা সসা
মঞ্চে তখন মাহেন্দ্রক্ষণ। শুনশান নীরবতা। কে হচ্ছেন সেরা সুন্দরী! ঘোষণা শোনার জন্য প্রস্তুত সবাই। মঞ্চে প্রতিযোগীরা হাত ধরে রয়েছেন একে অপরের। কিছুক্ষণ পরেই ঘোষণা আসবে কে হবেন মিস প্যারাগুয়ে অনুষ্ঠানের চ‚ড়ান্ত পবের্র সেরা সুন্দরী। হুট করে সেরা সুন্দরীর নাম ঘোষণা করলেন উপস্থাপক। মুকুট বিজয়ে নিজের নাম শুনে খুশিতে মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেলেন নতুন মিস প্যারাগুয়ে ক্লারা সসা।

সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে এবারের মিস প্যারাগুয়ে অনুষ্ঠানের চ‚ড়ান্ত পবের্। সেরা সুন্দরীর অজ্ঞান হওয়ার ভিডিও এখন নেট দুনিয়ার ভাইরাল। সে ভিডিওতে দেখা গেছে, ফাইনালে পুরস্কার ঘোষণার আগের মুহূতের্ রানাসর্ আপ মীনাক্ষী চৌধুরীর হাত ধরে ছিলেন ক্লারা। নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বোধ করেন সসা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমনকি মীনাক্ষীও তাকে আটকে রাখতে পারেননি। তবে কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে ওঠেন। তিনি হাসেন এবং সবার অভিবাদন গ্রহণ করেন।

ক্লারা সসা ২০১৮ সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতেছেন। তবে প্যারাগুয়ের এই সুন্দরীর এটিই প্রথম বিশ্বমানের কোনো খেতাব জয় করলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে