মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মন্ত্রীর দারস্থ হলো অভিনয় শিল্পী সংঘ

বিনোদন রিপোটর্
  ৩১ অক্টোবর ২০১৮, ০০:০০

চলচ্চিত্র নিমাের্ণর আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে ভারতে বেশ কয়েকটি ফিল্ম সিটি রয়েছে। সেই দেশীয় ছবি তো বটেই, এ দেশের চলচ্চিত্রগুলো এখন সেখানে যায়। বাংলাদেশে গাজীপুরের কবিরপুরেও নিমার্ণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’। এবার টেলিভিশনের নাটক-টেলিফিল্মের জন্য একই ধরনের টিভি সিটি নিমাের্ণর দাবি জানালো অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’।

গত সোমবার মহাখালী বিআরটিএর নতুন ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এ প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের নেতারা। এ সময় সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমসহ অনেকে উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে শহীদুল আলম সাচ্চু বলেন, ‘এটা মূলত আমাদের সৌজন্য সাক্ষাৎ। আমরা এর আগেও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ভাইসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। পযার্য়ক্রমে আমরা তথ্য মন্ত্রণালয়সহ আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই।’

সাচ্চু আরও বলেন, ‘টিভি নাটকে এখন অনেক ধরনের সংকট চলছে। আমরাও ভালো অভিনয় করছি না, আবার প্রচারের নানা সমস্যা রয়েছে। এগুলো নিয়েই আলোচনা। এ ছাড়া আমরা চাই একটা টিভি সিটি তৈরি হোক। মন্ত্রী মহোদয় জানিয়েছেন, তারাও বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন। কোথায় জায়গা পাওয়া যায়, তাও খেঁাজ-খবর নেবেন। আশ্বাস দিয়েছেন, টিভি নাটকের জন্য ভালো কিছু কাজের পাশে তিনি থাকবেন। হয়তো সরকারের এ মেয়াদে টিভি সিটির জন্য কাজ শুরু হবে না। কিন্তু পরবতীর্ সময়ে এটি অবশ্যই সম্ভব।’

সেখানে আরও উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, ড. ইনামুল হক, কেরামত মাওলা, সুবণার্ মুস্তাফা, আফসানা মিমি, মাহফুজ আহমেদ, আহসানুল হক মিনু, চিত্রলেখা গুহ, মনিরা ইউসুফ মিমি, আজাদ আবুল কালাম, বন্যা মিজার্, লুৎফর রহমান জজর্, নাজনীন হাসান চুমকী, অপি করিম, গোলাম ফরিদা ছন্দা, তানভীন সুইটি, শামীমা তুষ্টি, সুজাত শিমুলসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20137 and publish = 1 order by id desc limit 3' at line 1