শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
জাতীয় চলচ্চিত্র পুরস্কার

মঞ্চ মাতাবেন ১০ তারকা

বিনোদন রিপোটর্
  ০৪ জুলাই ২০১৮, ০০:০০
আপডেট  : ০৪ জুলাই ২০১৮, ২০:২০
আমিন খান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ এর আসর মাতাতে যাচ্ছেন দশর্কপ্রিয় ১০ চলচ্চিত্রশিল্পী। চলচ্চিত্রের সব জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন-রিয়াজ, অপু বিশ্বাস, আমিন খান, পপি, জায়েদ খান, সাহারা, ইমন, তমা মিজার্, সায়মন ও সিমলা। এফডিসির সাবির্ক তত্ত¡াবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে নৃত্য পরিচালনা করছেন মাসুম বাবুল ও ইভান শাহরিয়ার সোহাগ। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা দায়িত্বে থাকবেন জনপ্রিয় প্রিয় মুখ ফেরদৌস ও পূণির্মা।

জানা গেছে, ৮ জুলাই হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ এর আসর। বিকাল চারটায় দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তজাির্তক সম্মেলন কেন্দ্রে ওই দিন বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা-অভিনেত্রী ও সব কলাকুশলীদের হাতে। অনুষ্ঠানের দ্বিতীয় পবর্ মানে পুরস্কার বিতরণ শেষে থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। তারই প্রস্তুতি হিসেবে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে তারকা নাচের মহরা শুরু করেছেন। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন আন্তজাির্তক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা ও মিয়াভাই খ্যাত নন্দিত চিত্রনায়ক ফারুক। তাই তাদের অভিনীত ছবির গানের সঙ্গেই নৃত্য পরিবেশন করবেন তারকারা। এর মধ্যে উল্লেখযোগ্য গান হচ্ছে- ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’, ঝিনুকমালার ‘তুমি ডুব দিও না জলে কন্যা’, ‘ওরে নীল দরিয়া’, নয়নমনির ‘চুল ধইরো না খোঁপা খুলে যাবে যে নাগর, সুজন-সখীর ‘সব সখীরে পার করিতে নেব আনা আনা’ প্রভৃতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে