বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০০ পবের্ ‘সিনেমা হল’

বিনোদন রিপোটর্
  ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

শততম পবর্ প্রচার হলো এটিএন বাংলার ‘সিনেমা হল’ ধারাবাহিক নাটকটির । গতকাল রাত ৮টায় প্রচার হয় এর ১০০তম পবর্। সিনেমা হল। নামটা শুনলেই অনেকগুলো চরিত্র চোখের সামনে ভেসে উঠে। লাইটম্যান, গেটম্যান, টিকিট বিক্রেতা, ম্যানেজার, সুপারভাইজার, মেশিনম্যান, হলের মালিক ও তাদের পরিবার পরিজন, হলের সামনের সাইকেল স্ট্যান্ড, দোকানদার , বাদামওয়ালা এমনকি কালোবাজারীসহ নানা পেশার নানা শ্রেণির মানুষ। এসব মানুষের চরিত্রগুলোকে নিয়েই তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘সিনেমা হল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। নাটকে অভিনয় করেছেন- মোশাররফ করিম, তারিক আনাম খান, আবুল হায়াত, ফারুক আহমেদ, চিত্রনায়ক ইমন, শমির্লী আহম্মেদ, চিত্রলেখা গুহ্, নাদিয়া নদী, মিলন ভট্টাচাযর্ প্রমুখ।

সিনেমা হল নাটকরে গল্পটি বতর্মান সময়ের হলেও নাটকে বারবার ফিরে যাওয়া হয়েছে সত্তর দশক অথবা আশির দশকে যখন সিনেমা হলের ভালো সময় ছিল, সুপারহিট ছবির রমরমা ব্যবসা ছিল। তখন সিনেমা হলের কমর্চারীদের মনে সুখছিল, শান্তি ছিল সমৃদ্ধি ছিল। কালক্রমে সেই সিনেমা হল বাংলাদেশের অন্যান্য সিনেমা হলগুলোর মতো বিবণর্ হলো, শিণর্, রুগ্ন হয়ে উঠেছে। সিনেমা হলে দশর্ক নেই ,সুপার হিট ছবি নেই, অসংখ্য সংকট আর সমস্যা।

নাটকের গল্প শুধু সিনেমা হলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সিনেমা হল থেকে চলে আসবে এফডিসিতে। এখানকার হাল হকিকতও তুলে ধরা হয়েছে নাটকের মাধ্যমে। এই নাটক শুধু অতীত বা বতর্মানের নাটক নয়। ভবিষ্যতে যাতে সিনেমার বিস্তার, উন্নতি, রমরমা অবস্থা তৈরি হয়, সেই বিষয়টিও উঠে আসবে এই নাটকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20320 and publish = 1 order by id desc limit 3' at line 1