logo
বুধবার, ০৮ জুলাই ২০২০, ২৪ আষাঢ় ১৪২৬

  বিনোদন রিপোটর্   ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০  

অভিযোগের প্রমাণ চাইলেন কবির বকুল

মুক্তিপ্রতীক্ষিত ‘দহন’ সিনেমার ‘হাজির বিরিয়ানী’ গানে আপত্তিকর শব্দ ব্যবহার নিয়ে সংগীতাঙ্গনে সমালোচনার ঝড় বইছে বেশ কিছু দিন ধরেই। এর প্রতিবাদ করছেন সংগীত সংশ্লিষ্ট অনেকেই। বিষয়টি তথমন্ত্রণালয়ে গিয়েও পেঁৗছেছে। অনুরোধ জানানো হয়েছে গানটিকে যেন সেন্সর ছাড়পত্র না দেয়া হয়। তবে গানটির পক্ষের লোকেরা তাদের যুক্তিও উপস্থাপন করেছেন। উল্টো প্রতিবাদকারীদের কয়েকজনের বিরুদ্ধে অশ্লীল গানে লেখা ও সুরের বিষয়েও অভিযোগ করা হয়েছে। তাদের একজন দেশের প্রখ্যাত গীতিকার কবির বকুল। প্রতিবাদকারীদের মধ্যে তিনিও আছেন। বকুলের বিরুদ্ধেও রয়েছে অশ্লীল গান লেখার অভিযোগ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার গানগুলো মোটেই অশ্লীল ছিল না। গানগুলোর দৃশ্যায়ন অশ্লীল ছিল। আমার গানের কথা কখনোই অশ্লীল ছিল না। কেউ প্রমাণ দিতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘অশ্লীল সিনেমার যুগে সময় শুধু আমি না, অনেক নামকরা গীতিকার গান লিখেছেন। সুরকার সুর করেছেন। এখানে শুধু আমাকে দোষারোপ করলে হবে না।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে