মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জয়ার জয়জয়কার

বিনোদন রিপোটর্
  ০৬ নভেম্বর ২০১৮, ০০:০০
জয়া আহসান

উচ্ছ¡াসে ভাসছেন জয়া আহসান। তার পথম প্রযোজিত চলচ্চিত্র ক্রমশ আলোকিত করছে চারপাশ। শুধু দেশেই না, বিশ্ব দরবারেও প্রশংসা কুড়াচ্ছে তার ‘দেবী’ চলচ্চিত্রটি। দেশে সফলতার পর নতুন সুখবর পাওয়া গেল ‘দেবী’র। গত ৩ নভেম্বর আমেরিকার সানফ্রান্সিসকো শহরে প্রদশির্ত হয় দেবী। এবার নিউইয়কের্র জ্যামাইকা মাল্টিপ্লেক্স হলে আগামী ৯ নভেম্বর প্রদশির্ত হবে বলে জানালো আমেরিকায় ‘দেবী’ ছবির পরিবেশক বায়স্কোপ ফিল্মস। ৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৯টায় এবং পরের দুই দিন শনিবার ও রোববার বিকাল ৪টায় একই হলে সিনেমাটি দেখানো হবে।

এ প্রসঙ্গে বায়স্কোপ ফিল্মসের কণর্ধার রাজ হামিদ তথ্য জানিয়ে বলেন, ‘সান ফ্রান্সিসকো প্রদশির্ত হওয়া পর এবার নিউইয়কের্র প্রদশির্ত হচ্ছে ছবিটি। এখানে ছবিটি নিয়ে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। এ ছাড়াও নিয়কের্র পর আমেরিকার ২০টি প্রদেশে দেবী প্রদশির্ত হবে। বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি রেকডর্ হবে। এর আগে কখনো আমেরিকার ২০টি প্রদেশে কোনো বাংলা সিনেমা প্রদশির্ত হয়নি ।’

খবরটি যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন আনন্দের, তেমনি ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসানের কাছেও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সবাইকে ধন্যবাদ জানিয়ে জয়া আহসান আজ লিখেছেন, ‘দেবী ইতিহাস গড়বে আমেরিকায়। অঙ্গীকার রইল আমাদের!’

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর সারা দেশে মুক্তি পায় ‘দেবী’। প্রথম সপ্তাহে ২৮টি, দ্বিতীয় সপ্তাহে ৩৫টি এবং তৃতীয় সপ্তাহে ৫০টি সিনেমা হলে সফলভাবে চলছে ‘দেবী’। টানা তিন সপ্তাহ ধরে ঢালিউডের আকাশে চলছে এখন দেবীর সুবাতাস। খুশি দশর্ক ও দেবীর কলাকুশলীরাও।

হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে এটি নিমার্ণ করেছেন অনম বিশ্বাস। এখানে রানু চরিত্রে জয়া আহসান ও মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ যাকের অভিনয় করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21090 and publish = 1 order by id desc limit 3' at line 1