logo
শুক্রবার ২৩ আগস্ট, ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬

  বিনোদন ডেস্ক   ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০  

মা হচ্ছেন সুরভিন

মা হচ্ছেন সুরভিন
সুরভিন চাওলা
বিয়ে নিয়ে লুকোচুরি করলেও মা হওয়ার খবরটি ঠিকই মিডিয়াকে জানিয়ে দিলেন বলিউড অভিনেত্রী সুরভিন চাওলা। ভারতীয় একাধিক পত্রিকায় ছাপা হয়েছে এই খবর। জিনিউজে বলা হয়, এবার মা হতে যাচ্ছেন সুরভিন। ২০১৯ সালের এপ্রিল নাগাদ জন্ম নেবে তার সন্তান। বম্বে টাইমসের সাক্ষাৎকারে সুরভিন বলেন, ‘মা হওয়ার আগের অনুভ‚তিটা একেবারে অন্যরকম। অক্ষয় এবং আমি পরিবারের নতুন সদস্যকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত। শুধু তাই নয়, নতুন অতিথির আগমনের খবরে অক্ষয় এবং আমি নিজেদের সৌভাগ্যবান বলেই মনে করছি।’

উল্লেখ্য, ২০১৫ সালে ইতালিতে বসেই ব্যবসায়ী অক্ষয় ঠাক্কারের সঙ্গে সাতপাক ঘুরে নেন সুভরিন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে