logo
শুক্রবার ২৩ আগস্ট, ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬

  বিনোদন রিপোটর্   ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০  

ছয় দিনে পঁাচ নাটক শেষ করলেন ইশানা

ছয় দিনে পঁাচ নাটক  শেষ করলেন ইশানা
ইশানা খান
ভীষণ ব্যস্ত একটি সপ্তাহ পার করতে হলো লাক্স তারকা অভিনেত্রী ইশানা খানকে। কক্সবাজারে টানা ছয়দিনে পঁাচটি নাটকের কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। মিজানুর রহমান লাবুর নিদের্শনায় ‘সুন্দর তুমি যন্ত্রণা’, ‘সমুদ্র সুন্দর’ ও ‘যে সমুদ্র দেখা হয়নি’, অঞ্জন আইচের নিদের্শনায় ‘আহা কক্সবাজার’ এবং দীপু হাজরার নিদের্শনায় ‘ফটোগ্রাফার’।

নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে ইশানা বলেন, ‘এটা বলতেই হয় যে প্রত্যেকটি নাটকেরই গল্প সুন্দর। তবে যেহেতু সময় কম ছিল তাই আমাকে অনেক চাপের মধ্যদিয়ে কাজ করতে হয়েছে। যে কারণে অভিনয়ে পূণর্ মনোযোগ দেয়া কঠিন ছিল। কিন্তু তারপরও আমি চেষ্টা করেছি প্রতিটি চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। নিমার্তারাও আমাকে সহযোগিতা করেছেন যার যার অবস্থানে থেকে। সহশিল্পী যারা ছিলেন তারাও বেশ সহযোগিতা করেছেন। যে কারণে অল্প সময়ে এতগুলো নাটকে কাজ করা সম্ভব হয়েছে। আর গল্পগুলোর সঙ্গে কক্সবাজারটা বেশ ভালো যায় বিধায় নাটকগুলোর শুটিং কক্সবাজারেই হয়েছে। আমি কাজ করে মুগ্ধ। তবে এই কাজের চাপে সমুদ্রের সঙ্গে সময়টাকে উপভোগ করতে পারিনি।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে