বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোটের মাঠে চার তারকা

বিনোদন রিপোটর্
  ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

গত বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নিবার্চনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, নিবার্চন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। নিবার্চনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর এবং প্রাথির্তা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

প্রতিবারের মতো আসন্ন জাতীয় সংসদ নিবার্চনেও অংশগ্রহণ করতে জোর প্রস্তুতি নিচ্ছেন শোবিজের কয়েকজন তারকা। এরইমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী মমতাজ, অভিনেত্রী তারানা হালিম, রোকেয়া প্রাচী এবং অভিনেতা শাকিল খান।

ফোকসম্রাজ্ঞী মমতাজ আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন গতকাল শনিবার দুপুরে। রাজধানীর ধানমÐিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কাযার্লয়ের পাশে নিবার্চনী অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিল তার এলাকার নেতাকমীর্রা। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নিবার্চনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নিবাির্চত হন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এবারেও তিনি একই আসন থেকে নিবার্চনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মমতাজের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদেের্শই মনোনয়নপত্র কিনেছেন মমতাজ। আধুনিক ও ডিজিটাল এলাকা গড়ে তোলার লক্ষেই তিনি এলাকায় কাজ করে যাচ্ছেন অনেকদিন ধরে।

গত শুক্রবার বিকালে ধানমÐির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কাযার্লয় থেকে স্বশরীরে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। ফেনী জেলার সোনাগাজী-দাগনভূঞা উপজেলার নৌকার হাল ধরতে চান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী। মনোনয়ন কেনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রোকেয়া প্রাচী বলেন, ‘আমার দল আওয়ামী লীগ ও নেত্রী আমাকে মূল্যায়ন করবেন বলে আশা রাখি। আর আমি সুযোগ পেলে নেত্রী শেখ হাসিনার মনের মতো করে ফেনীকে সাজাবো।’

অভিনেত্রী তারানা হালিম সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে নিবাির্চত হয়েছিলেন। তিনি তথ্যপ্রতিমন্ত্রী হিসেবে সাফল্যের সঙ্গেই কাজ করেছেন। এর আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

তবে এবার আর সিলেকশনে নয়, ভোটারদের রায়েই নিবাির্চত হয়ে সংসদে আসতে চান এই অভিনেত্রী। গতকাল শনিবার মনোনয়ন ফরম তুলেছেন তিনি। তিনি টাঙ্গাইল- ৬ (দেলদুয়ার নাগরপুর ) আসন থেকে নিবার্চন করবেন।

পূবর্ ঘোষণা অনুযায়ী নিবার্চনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম তুলেছেন চলচ্চিত্র অভিনেতা শাকিল খান। বাগেরহাট-৩ আসন থেকে প্রতিদ্ব›িদ্বতা করতে চাচ্ছেন। গতকাল সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

শাকিল খান বলেন, ‘দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদেের্শই আমি মনোনয়নপত্র কিনেছি। আশা করছি আমাকেই মনোনীত করা হবে। এলাকার মানুষও আমাকে চায়। তারা সবাই আমার পাশে রয়েছে। আমি মানুষের জন্য কাজ করতে চাই বলেই নিবার্চনে এসেছি।’ চিত্রনায়ক শাকিল খান অনেকদিন ধরেই রাজনৈতিক প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের হয়ে। সম্প্রতি রামপালে তার গ্রামের বাড়ি গৌরম্ভা বাজার থেকে বড় ধরনের মোটর শোভাযাত্রা করেন। এছাড়া গতকাল টাঙ্গাইল-১ আসন থেকে নিবার্চন করার জন্য তিনি মনোনয়ন ফরম কিনেছেন টিভি অভিনেতা সিদ্দিকুর রহমান। আজ রোববার গাজীপুর-৫ আসনের জন্য চিত্রনায়ক ফারুক মনোনয়ন ফরম কিনবেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21856 and publish = 1 order by id desc limit 3' at line 1