মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নতুন পরিচয়ে ঈশিতা

বিনোদন রিপোটর্
  ১২ নভেম্বর ২০১৮, ০০:০০
রুমানা রশীদ ঈশিতা

নাচ, গান, অভিনয়, কোরিওগ্রাফি নিয়ে ব্যস্ত অভিনেত্রী ও নিদের্শক রুমানা রশীদ ঈশিতা। এবার যোগ হচ্ছে আরও পরিচয়। সম্প্রতি শিক্ষকতা পেশার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করলেন তিনি। ঢাকার বনানীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘সাউথউস্ট ইউনিভাসিির্টর স্কুল অব বিজনেসের আওতাধীন মাকেির্টং বিভাগের শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন ঈশিতা। বিগত এক মাসেরও বেশি সময় ধরে তিনি শিক্ষাথীের্দর পড়াচ্ছেন। অভিনয়, নাচ, নিদের্শনার বাইরে শিক্ষকতার মতো মহান পেশাকে ভীষণ উপভোগ করছেন ঈশিতা। জীবনের অন্য এক আলোর ভুবনের দেখা পেয়েছেন তিনি।

ঈশিতা বলেন, ‘যদিও মাত্র কিছুদিন হলো শিক্ষকতা শুরু করেছি কিন্তু এটা সত্যি যে, আমি ভীষণ উপভোগ করছি এই পেশা। শিক্ষকতা মহান পেশা, শিক্ষাথীের্দর পড়াতে এসে তাদের শ্রদ্ধা ও ভালোবাসা এই পেশার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিয়েছে আমাকে। প্রতিদিনই নতুন আমাকে আবিষ্কার করছি আমি। আবার এটাও সত্য যে, এই পেশার জন্য নিজেকেও অনেক স্টাডি করতে হয়, অনেক কিছুই জানতে হয়। তবে যাই বলি না কেন, আমি অন্যরকম এক আনন্দ পাচ্ছি।’

ঈশিতা জানালেন, সেখানে তিনি খÐকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ে কতৃর্পক্ষ তাকে পেয়ে দারুণ খুশি। বিশ্ববিদ্যালয়টির মাকেটির্ং বিভাগের শিক্ষাথীর্র সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। এদিকে গেল ১১ অক্টোবর ‘চ্যানেল আই টিভি’তে প্রকাশিত হয়েছে ঈশিতার গাওয়া নতুন গান ‘তোমার জানালায়’। এটি লিখেছেন সোহেল আরমান এবং সুর সংগীত করেছেন ইবরার টিপু। ইউটিউবে এরই মধ্যে গানটি প্রায় এক লাখ ভিউয়াসর্ উপভোগ করেছেন। গেল ঈদে ঈশিতাকে রেদওয়ান রনির নিদের্শনায় ‘ঝরা পাতার দিন’ এবং রাফায়েলের নিদের্শনায় ‘কাঠপেন্সিল’ টেলিফিল্মে অভিনয়ে দেখা যায়। ঈশিতা বতর্মানে নজরুল একাডেমির ইদ্রিস আলীর কাছে সংগীতে নিয়মিত তালিম নিচ্ছেন। ঈশিতা অভিনীত একমাত্র সিনেমা প্রয়াত আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘বিহঙ্গ’। ২০০২ সালে প্রণব ঘোষের সুর সংগীতে ‘রাত নিঝুম’ অ্যালবামটি প্রকাশিত হয়েছিল। এর সবগুলো গান লিখেছিলেন আহমেদ রিজভী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22033 and publish = 1 order by id desc limit 3' at line 1