বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

রোকেয়া প্রাচীর নিদের্শনায় তারিন

বিনোদন রিপোটর্

এর আগে অভিনেত্রী রোকেয়া প্রাচীর নিদের্শনায় কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করেননি টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তারিন। এবার প্রাচীর নতুন ধারাবাহিক নাটক ‘সোনালী দিন’-এ দেখা যাবে তাকে। নাটকটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু। তারিন বলেন, ‘শুকু আপার লেখা গল্প সবসময়ই সুন্দর। সোনালী দিন নাটকটির গল্পও চমৎকার। আমরা অনেকেই এই নাটকে কাজ করেছি। কাজটি বেশ ভালো হয়েছে।’ তারিন অভিনীত সবের্শষ ধারাবাহিক নজরুল ইলাম রাজুর ‘সানফ্লাওয়ার’। এই নাটকে তারিনের বিপরীতে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূবর্। সম্প্রতি বিটিভিতে প্রচার শুরু হয়েছে এই অভিনেত্রীর নতুন নাটক ‘ইন্টারভিউ’। নাটকে তারিনের অভিনয় দশর্ককে মুগ্ধ করেছে। মুক্তিযুদ্ধভিত্তিক দেশপ্রেমের গল্প নিয়ে নিমির্ত এই নাটকে তারিনের অভিনয় শুধু দেশেই নয়, দেশের বাইরেও প্রশংসিত হয়েছে। তারিন জানান, ‘ইন্টারভিউ’ নাটকের জন্য দারুণ প্রস্তুতি ছিল তার। এতে এই তারকার অভিনীত চরিত্রটি সত্যিকারের একটি চরিত্র হয়েই দশের্কর সামনে উঠে এসেছে।

‘এক যে ছিল গ্যাংস্টার’

বিনোদন রিপোটর্

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নিমির্ত হলো স্বল্পদৈঘর্্য চলচ্চিত্র ‘এক যে ছিলো গ্যাংস্টার’। অ্যাকশন থ্রিলার এই চলচ্চিত্রে দেখা যাবে ঢাকার গ্যাংস্টারের ক্রাইম, প্রেম ও আন্ডারগ্রাউন্ড গেইম নিয়ে চমকপ্রদ এক ঘটনা। সাপ-লুডু খেলার মতো এগিয়ে যায় এই স্বল্পদৈঘর্্য সিনেমার গল্প। চলচ্চিত্রটি নিমার্ণ করেছেন নিমার্তা টিসি। কাহিনী ও চিত্রনাট্যও পরিচালকের। এই চলচ্চিত্রটি দশর্করা খুব দ্রæত দেখতে পাবেন বিশ্বখ্যাত বিনোদন ওয়েবসাইড িি.িরভষরী.পড়স-এ । এই স্বল্পদৈঘর্্য চলচ্চিত্রে চরিত্রে অভিনয় করেছেন- ‘রাশেদ মামুন অপু, তানিন তানহা, জামশেদ শামীম, সোলায়মান খোকা, পারভেজ সুমনসহ আরও অনেকে। ‘এক যে ছিলো গ্যাংস্টার’ স্বল্পদৈঘর্্য চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা রাশেদ মামুন অপু বলেন, গল্পের শুরু থেকে শেষ পযর্ন্ত এতটা বৈচিত্র্যময় উপস্থাপন, সত্যিই অসম্ভব আনন্দ পেয়েছি কাজটি করে। পরিচালক আমাদের সবাইকে এতটাই ইনভলভড করে ফেলেছিলেন আমরা জাষ্ট মন্ত্রমুগ্ধের মতো কাজটা করে গেছি, এই ফিল্মটি নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী’।

‘আজ আমার পালা’

বিনোদন রিপোটর্

পাবলিক বাসে নারীদের যৌন হয়রানির বিষয়টি অহরহ ঘটছে আমাদের এই দেশে। একটু সুযোগ পেলেই যেন আমাদের লোভাতুর চোখ, হাত-পা লালসার খেলায় মেতে ওঠে। কিছু নরপশু সামলে রাখতে পারে না নিজেকে।

চলন্ত বাসে মেয়েদের নানান হয়রানির ঘটনাকে কেন্দ্র করে নিমির্ত হলো স্বল্পদৈঘ্যর্ চলচ্চিত্র ‘আজ আমার পালা’। চলচ্চিত্রটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এটির গল্প লিখেছেন নাজিম উদ দৌলা। এর আগে নিজের গল্পে কাজ করলেও প্রথমবারের মতো অন্যের গল্পে কাজ করলেন এই নিমার্তা। ডিওপি হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন।

এই স্বল্পদৈঘর্্য চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শায়লা খানম নাদিয়া, মনোজ কুমার, নাসির উদ্দিন খানসহ আরও অনেকে। ঢাকা-মাওয়াহাইওয়ে সড়কে পুরো চলচ্চিত্রের শুটিং করেছেন পরিচালক। এটা একটা চ্যালেঞ্জিং কাজ ছিল বলে জানালেন তিনি। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ধ্রæব এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ‘ধ্রæব টিভি’তে আগামীকাল বুধবার চলচ্চিত্রটি প্রকাশ করা হবে বলে জানান ধ্রæব এন্টারটেইনমেন্ট কতৃর্পক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22220 and publish = 1 order by id desc limit 3' at line 1