শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন পরিচয়ে অ্যাঞ্জেলিনা

বিনোদন ডেস্ক
  ২৬ নভেম্বর ২০১৮, ০০:০০
অ্যাঞ্জেলিনা জোলি

আরও এক নতুন পরিচয় যোগ হচ্ছে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির ক্যারিয়ারে। অভিনয়ের পাশাপাশি এবার বিবিসি রেডিও ফোরের অতিথি সম্পাদকের দায়িত্ব নিচ্ছেন তিনি। বিবিসির রেডিও ও সংগীত বিভাগের পরিচালক বব শেনান জানান, বড় দিন উপলক্ষে শুরু হচ্ছে বিবিসি রেডিওর উৎসবসূচি। এরই অংশ হিসেবে জোলিকে বসানো হচ্ছে সম্পাদকের চেয়ারে। রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানটি সম্পাদনা করবেন ৪৩ বছর বয়সী এই তারকা।

জাতিসংঘের শরণাথীির্বষয়ক সংস্থার বিশেষ দূত জোলি আগামী ২৮ ডিসেম্বর থেকে নতুন কাজে যোগ দেবেন। এতে শরণাথীর্ ও বিভিন্ন সংঘাতে বেঁচে থাকা মানুষজনকে আমন্ত্রণ জানাবেন তিনি। বিশ্বব্যাপী উদ্বাস্তু সংকট ও যুদ্ধাঞ্চলে নারীদের বিরুদ্ধে সহিংসতার সমাধান নিয়ে আলোচনা হবে তার সঞ্চালনায়।

জোলির একজন মুখপাত্র জানান, ইতোমধ্যে হলিউডের এই অভিনেত্রী-নিমার্তা প্রস্তুতি পবর্ শুরু করেছেন। ‘টুডে’ অনুষ্ঠানের কমীের্দর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে তার।

নতুন দায়িত্ব পেয়ে আনন্দিত জোলি। বতর্মান বিশ্বের গুরুত্বপূণর্ কিছু বিষয়ে বাস্তব সমাধান খুঁজতে বিবিসির দক্ষতা ও বৈশ্বিক নেটওয়াকের্ক কাজে লাগানোর সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বড়দিনকে সামনে রেখে ২২ ডিসেম্বর থেকে শুরু হবে বিবিসি রেডিওর উৎসব। চলবে ১ জানুয়ারি অবধি। তারকাদের মধ্যে টেক দ্যাট ব্যান্ডের সদস্যরা ২৫ ডিসেম্বর সম্পাদনা করবেন রেডিও টু। ওই দিন ব্যান্ডের ৩০তম বষর্পূতির্ উপলক্ষে থাকবে দুই ঘণ্টার অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<24030 and publish = 1 order by id desc limit 3' at line 1